গ্র্যান্ড হল পরিদর্শন করেছেন বাংলাদেশের তরুণ কূটনীতিকরা
2024-08-07 22:32:13


অগাস্ট ৭: গত ২ অগাস্ট শাংহাইয়ের নর্থ বান্ড অঞ্চলে অবস্থিত দ্যা গ্র্যান্ড হল পরিদর্শন করেছেন বাংলাদেশের তরুণ কূটনীতিকরা। ৯৯ হাজার বর্গমিটার আয়তনের এ গ্র্যান্ড হলে নানা ধরনের উচ্চ পর্যায়ের সম্মেলন ও ভোজসভার আয়োজন করা হয়। 

(আকাশ/তৌহিদ/জিনিয়া)