অগাস্ট ৭: পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত চীন সফর করেছেন। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এটাই পূর্ব তিমুরের প্রেসিডেন্টের চীনে প্রথম রাষ্ট্রীয় সফর। সফরকালে তিনি সিএমজিকে দেওয়া এক সাক্ষাৎকারে চীনা পণ্যের সাশ্রয়ী বৈশিষ্ট্যের জন্য প্রশংসা করেন। তিনি বলেন, চীনা পণ্যের জন্য ধন্যবাদ। কারণ, স্থানীয় ছেলেমেয়েরা সাশ্রয়ী জুতো ও স্কুলব্যাগ কিনতে পারছে।
তিনি জানান, বিশ্বব্যাপী প্রায় দুই থেকে তিনশ’ কোটি মানুষ প্রতিদিন মাত্র ২ থেকে ৫ মার্কিন ডলার খরচ করতে পারে। চীন উচ্চ মানের প্রযুক্তিগত পণ্য উৎপাদন করেছে, এবং তাদেরকে সাশ্রয়ী পণ্য উপহার দিয়েছে। এটা চীনা মেধার একটি উদাহরণ।
(আকাশ/তৌহিদ/জিনিয়া)