চীনের উন্নয়ন আমাদের মডেল এবং নতুন সমাধান দেয়: পাকিস্তানের প্রধানমন্ত্রী
2024-08-07 18:31:57

অগাস্ট ৭: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গতকাল (মঙ্গলবার) ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চায়না মিডিয়া গ্রুপের প্রতিবেদককে দেওয়া একান্ত সাক্ষাত্কারে বলেন, চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন ছিল অত্যন্ত সফল সম্মেলন। এটি সম্পূর্ণরূপে সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের দূরদর্শিতার প্রতিফলন। পাকিস্তানও এতে লাভবান হবে।

সাক্ষাত্কারে শাহবাজ বলেন, চীনা নেতা এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, চীনা জনগণ চীনকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলেছে এবং এমন একটি অলৌকিক ঘটনা তৈরি করেছে, যা কয়েক কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিতে এবং সাধারণ সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়েছে।

গত জুন মাসে, শাহবাজ চীন সফর করেছেন। তার ছয় দিনের সফরে তিনি শেনজেনে পাকিস্তান-চীন ব্যবসায়িক সম্মেলনে যোগ দেন এবং চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে পরিদর্শন করেন। তিনি বলেন, চীনের উন্নয়ন পাকিস্তানকে একটি মডেল এবং নতুন সমাধান দিয়েছে।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর ‘বেল্ট অ্যান্ড রোড’ ইনিশিয়েটিভের একটি পাইলট প্রকল্প, যেখান থেকে পাকিস্তান অনেক উপকৃত হয়েছে। তিনি বলেন, পাকিস্তান ও চীনের উচিত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার সুযোগে করিডোরের দ্বিতীয় পর্যায়ের নির্মাণ এগিয়ে নেওয়া।

শাহবাজ বলেন যে, গোয়াদর বন্দর চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অন্যতম সূচনা পয়েন্ট এবং গত ১১ বছরে গোয়াদর বন্দর নির্মাণ অনেক সাফল্য অর্জন করেছে। শিগগিরই এসব সুবিধা চালু হবে বলে আশা করা হচ্ছে।

শাহবাজ সি চিন পিংয়ের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের উচ্চ পর্যায়ের মূল্যায়ন দিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে, বিশ্বের সব দেশ ও অঞ্চলকে অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির পথে নিয়ে আসা একটি মহান দৃষ্টিভঙ্গি।

নিরাপত্তা ছাড়া উন্নয়ন ও সমৃদ্ধির স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। শাহবাজ বিশ্বাস করেন যে, সৌদি আরব এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে মধ্যস্থতা করা চীনের জন্য প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রবর্তনের জন্য চীনের কূটনৈতিক প্রচেষ্টা প্রশংসার যোগ্য।

একান্ত সাক্ষাত্কারে, প্রধানমন্ত্রী শাহবাজ বলেছেন যে তাইওয়ান, হংকং, সিনচিয়াং এবং দক্ষিণ চীন সাগরের মতো চীনের মূল স্বার্থ জড়িত ইস্যুতে পাকিস্তান সর্বদা দৃঢ়ভাবে চীনকে সমর্থন দেয়। চীন তার সার্বভৌমত্ব, জাতীয় স্বাধীনতা এবং ভূভাগের অখণ্ডতা রক্ষায় পাকিস্তানকে দৃঢ়ভাবে সমর্থন করে। এটি পাকিস্তান ও চীনের মধ্যে গভীর বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর প্রতীক।

 

(জিনিয়া/তৌহিদ/আকাশ)