চীন ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত
2024-08-07 22:07:57


অগাস্ট ৭: গতকাল (মঙ্গলবার) চীন ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। 


ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, দু’দেশের প্রেসিডেন্টদ্বয়ের কৌশলগত দিক-নির্দেশনায়, চীন-মিশরের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক দ্রুত উন্নত হচ্ছে এবং ইতিহাসের সবচেয়ে ভালো পর্যায়ে প্রবেশ করেছে। এ বছরে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি চীনে রাষ্ট্রীয় সফর করেছেন। দু’দেশের নেতৃবৃন্দ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য মহান পরিকল্পনা সৃষ্টি করেছেন। দু’পক্ষের উচিত এ সুযোগে সার্বিকভাবে দু’দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা এবং নতুন যুগে চীন-মিশর অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা আরও এগিয়ে নেওয়া। 


দু’পক্ষ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছে। ওয়াং ই জানান, গাজা সংঘাতের উপর আন্তর্জাতিক সমাজ গভীর নজর রাখছে। অব্যাহত সংঘাতে গুরুতর মানবিক দুর্যোগ দেখা দেয়। হামাসের রাজনৈতিক ব্যুরোর চেয়ারম্যান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয় তেহরানে। এমন হত্যাকাণ্ড জাতিসংঘ সনদ ও ইরানের সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং শান্তি পুনরুদ্ধারে বিভিন্ন পক্ষের চেষ্টা গুরুতরভাবে নষ্ট করছে। তার দৃঢ় বিরোধিতা ও তীব্র নিন্দা জানায় চীন। 


তিনি জানান, ফিলিস্তিন সমস্যায় চীনের অবস্থান আগের মতোই এক ও সুস্পষ্ট। চীন অব্যাহতভাবে আন্তর্জাতিক ন্যায্যতার পক্ষে দাঁড়াবে, আরব দেশগুলোর সাথে একতা জোরদার করবে এবং বিভিন্ন পক্ষের সঙ্গে একযোগে উত্তেজনা হ্রাসের জন্য কাজ করবে।

(আকাশ/তৌহিদ/জিনিয়া)