১ অগাস্ট বিকালে বাংলাদেশের তরুণ কূটনীতিক দল শাংহাই হুয়াওয়েই প্রযুক্তি কোম্পানি পরিদের্শন করেছেন। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হুয়াওয়েই কোম্পানি তথ্য-প্রযুক্তি খাতে গুরুত্ব দেয় এবং বিশ্বব্যাপী প্রায় তিনশ’ কোটি মানুষকে সেবা দিয়েছে।
(আকাশ/তৌহিদ/রুবি)