অগাস্ট ৬: গত ১ অগাস্ট বাংলাদেশের তরুণ কূটনীতিকরা ওরিয়েন্টাল পার্ল রেডিও ও টিভি টাওয়ার পরিদর্শন করেছেন এবং শাংহাইয়ের রাতের দৃশ্য উপভোগ করেছেন। হুয়াং ফু নদীর পাশে অবস্থিত ওরিয়েন্টাল পার্ল রেডিও ও টিভি টাওয়ারের উচ্চতা ৪৬৮ মিটার। যা 'শাংহাইয়ের শীর্ষ ১০টি নতুন ল্যান্ডস্কেপের' অন্তর্ভুক্ত।
(আকাশ/তৌহিদ/জিনিয়া)