চীন ভ্রমণে সবাইকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত
2024-08-06 18:14:59

অগাস্ট ৬: সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সিয়ে ফেং চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা ব্যাখ্যা করে যুক্তরাষ্ট্রের নিউজউইকের সিনিয়র বৈদেশিক নীতি প্রতিবেদক টম ও'কনরকে আন্তরিক সাক্ষাত্কার দিয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি চীনের ভিসা-মুক্ত ‘বন্ধুদের বৃত্ত’ ক্রমেই প্রসারিত হয়েছে, এবং এটি যুক্তরাষ্ট্র-সহ ৫৪টি দেশের লোকেদের জন্য ৭২-ঘন্টা বা ১৪৪-ঘন্টা ট্রানজিট ভিসা-মুক্ত নীতি কার্যকর করেছে। এ বছরের প্রথমার্ধে চীনে প্রবেশকারী বিদেশিদের সংখ্যা ১৪.৬৩৫ মিলিয়ন হয়েছে, যা বছরে ১৫২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ভিসা-মুক্ত প্রবেশকারী ১৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রের সব স্তরের মানুষের আদান-প্রদান, অধ্যয়ন, কাজ ও জীবিকার জন্য চীনে আসাকে স্বাগত জানায় এবং অনেকগুলি সুবিধাজনক ব্যবস্থা চালু করেছে। চীন ভ্রমণে করে একটি ভিন্ন ও বিস্ময়কর চীন দেখতে সবাইকে স্বাগত জানান রাষ্ট্রদূত!

(জিনিয়া/তৌহিদ/আকাশ)