অগাস্ট ৬: সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সুরক্ষা, উত্তরাধিকার ও ব্যবহার খাতে সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি জানান, ‘বেইজিং কেন্দ্রীয় অক্ষ-চীনের আদর্শ মূলধনের একটি মাস্টারপিস’, ‘বাদাইন জারান মরুভূমি- বালির পাহাড় ও হ্রদ’ ‘চীনের হলুদ সাগর এবং বোহাই সাগরে পরিযায়ী পাখিদের আবাসস্থল (দ্বিতীয় পর্ব)’কে সুষ্ঠুভাবে 'বিশ্ব ঐতিহ্যের তালিকায়' অন্তর্ভুক্ত করা হয়েছে। যা মানুষ ও প্রকৃতির সমন্বিত সহাবস্থানের চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন নির্মাণের জন্য তাৎপর্যপূর্ণ। যা বিশ্ব সভ্যতাকে আরও বর্ণিল করবে।
তিনি জোর দিয়ে জানান, এবারের সুযোগে সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের পদ্ধতিগত সুরক্ষা আরও জোরদার করতে হবে, ঐতিহ্য রক্ষা করার সক্ষমতা ও মান উন্নত করতে হবে, চীনা জাতির সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সুষ্ঠুভাবে রক্ষা করতে হবে।
তিনি জানান, সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য উত্তরাধিকার ও সদ্ব্যবহার কাজ সুষ্ঠুভাবে জোরদার করতে হবে। যাতে জনগণের সুন্দর জীবনের চাহিদা আরও সুষ্ঠুভাবে পূরণ করা যায়। সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য খাতের আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা জোরদার করা উচিত। বাস্তব কার্যক্রমের মাধ্যমে বিশ্ব সভ্যতা উদ্যোগ বাস্তবায়ন এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা এগিয়ে নেওয়ার খাতে আরও নতুন বড় অবদান রাখার দিক-নির্দেশনা দিয়েছেন তিনি।
(আকাশ/তৌহিদ/জিনিয়া)