বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী লিউ দ্য হুয়া-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
লিউ দ্য হুয়া, ১৯৬১ সালের ২৭ সেপ্টেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের বিখ্যাত অভিনেতা, কণ্ঠশিল্পী ও প্রযোজক।
১৯৮৫ সালে লিউ দ্য হুয়া হুয়াসিং রেকর্ডস কোম্পানিতে যোগ দেন। একই বছর তাঁর প্রথম অ্যালবাম ‘শুধু জানি এই মুহূর্তে তোমাকে ভালোবাসি’ প্রকাশিত হয়। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীতমহলে যোগ দেন।
১৯৯৪ সালে তাঁর চীনা ভাষার অ্যালবাম ‘ভালোবাসা ভুলে যাওয়ার পানি’ রিলিজ হয়। এই অ্যালবামের থিম সং ‘ভালোবাসা ভুলে যাওয়ার পানি’ সেই বছর শ্রেষ্ঠ দশটি চীনা ভাষার গানের সোনালি পুরস্কার পায়। ১৯৯৪ সালের ২৫ নভেম্বর লিউ দ্য হুয়া’র অ্যালবাম ‘স্বর্গের ইচ্ছা’ বাজারে আসে।
বন্ধুরা, এখন শুনুন লিউ দ্য হুয়া’র কণ্ঠে ‘চীনা মানুষ’। গানের কথায় বলা হয়, পাঁচ হাজার বছরের হাওয়া-বৃষ্টি, কত স্বপ্ন লুকিয়ে আছে হলুদ মুখ, কালো চোখ, সবসময় হাসি। আট হাজার মাইল পাহাড় আর নদী যেন গান। আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন তা কোন ব্যাপার না। একই কান্না, একই যন্ত্রণা। অতীতের কষ্টগুলোকে আমরা অন্তরে রাখি। একই রক্ত, একই প্রজাতি। ভবিষ্যতের স্বপ্ন এখনও আছে, আসুন একসাথে সেগুলো অন্বেষণ করি। হাত ধরে, আপনি এবং আমি নির্বিশেষে, আমরা মাথা উঁচু করে এগিয়ে যাই। বিশ্ব জানুক- আমরা সবাই চীনা মানুষ।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, এখন শুনুন লিউ দ্য হুয়া’র গান ‘আজ’। গানের কথায় বলা হয়, সময়ের সাথে সাথে আমি বুঝতে পারি পৃথিবী কতটা অসম্পূর্ণ। সাফল্য বা ব্যর্থতা নিয়ে কিছু বিভ্রম আছে। সমুদ্র কত বড়? নদী ও হ্রদ কত গভীর? জীবন অনিচ্ছায় শুরু হয়, কিন্তু শেষ হয় সবসময়। আমার হৃদয় ছেড়ে দিন এবং আপনার দ্বারা ভুল বোঝার ভয় পাবেন না। যে কখনো কষ্ট পায়নি, যে কখনো চোখের জল ফেলেনি। কেন আঁধারে লুকিয়ে আত্মমগতায় ভোগে? আমি আশাবাদী এবং হতাশ হতে থাকি।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম,বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো লিউ দ্য হুয়া’র আরেকটি গান, গানের নাম ‘১৭ বছর’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিউ দ্য হুয়া-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও গান হবে, কথাও হবে।
(শুয়েই/তৌহিদ)