'পালিয়ে যাবো'
2024-08-05 10:57:13

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী সুন শেং সি’র কন্ঠে ‘পালিয়ে যাবো’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে সুন শেং সির পরিচয় দেবো এবং তাঁর গান শোনাবো। তিনি ১৯৯০ সালের ১৩ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষ চীনের শানতুং প্রদেশের। ২০১৩ সালে তিনি চীনের তাইওয়ানের দ্বিতীয় চীনা সুপার স্টার নামের প্রতিযোগিতায় অংশ নিয়ে ষষ্ঠ স্থান লাভ করেন এবং আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘সাম ডে অ্যান্ড ওয়ান ডে’ শীর্ষক গান। গানটি ২০১৯ সালের সেপ্টেম্বরে রিলিজ হয়। গানটি হলো একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন সুন শেং স্যি’র কন্ঠে ‘সাম ডে অ্যান্ড ওয়ান ডে’ শীর্ষক গান। ২০১৪ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১৫ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৮ সালে তিনি তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। একই বছর তিনি চতুর্থ অ্যালবাম প্রকাশ করেন। ২০১৯ সালে তিনি হুনান প্রদেশের টিভির উদ্যোগে আয়োজিত একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘দেরিতে শুভরাত্রি’ শীর্ষক গান। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। সুন শেং স্যি নিজে এর সুর রচনা করেন। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন সুন শেং স্যি’র কন্ঠে ‘দেরিতে শুভরাত্রি’ শীর্ষক গান।  ২০১৯ সালে সুন শেং স্যি তাইওয়ানের ৩০তম গোল্ডেন মেলডি অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ ম্যান্ডারিন ভাষার নারী কন্ঠশিল্পী, শ্রেষ্ঠ সংগীত এরেঞ্জার ও শ্রেষ্ঠ ম্যান্ডারিন অ্যালবামের পুরস্কারের ফাইনালে ওঠেন। তিনি ১০ বছর বয়স থেকে পিয়ানো শিক্ষা শুরু করেন। তাইওয়ানের বিখ্যাত কন্ঠশিল্পী চিয়াং ইউ হেং হলেন তাঁর বাবার ঘনিষ্ঠ বন্ধু। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ক্রমবর্ধমান  তাপমাত্রা’ শীর্ষক গান। গানটি তাঁর প্রথম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়েছে। তিনি গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেছেন। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন সুন শেং স্যি’র কন্ঠে ‘ক্রমবর্ধমান তাপমাত্রা’ শীর্ষক গান। বিশ্ববিদ্যালয়ের সময় তিনি একটি সংগীত গ্রুপে যোগ দেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘প্রতিভা কম’ শীর্ষক গান। গানটিও একটি টিভি সিরিজের থিম সং। গানটিতে বলা হয়েছে: ক্ষুদ্র ক্ষত কয়েক দিনের মধ্যে সেরে যায়। বেঁচে থাকা যায়। অন্ধকারে আমি জেগে আছি। একাকীত্ব শেষ হবার নয়। আন্তরিকতা হবে, ভালোবাসা নয়। আন্তরিকতা শুধু একাকীত্ব। ভালবাসার ক্ষেত্রে আমি বড় আনাড়ি।

চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৫)

বন্ধুরা, শুনছিলেন সুন শেং স্যি’র কন্ঠে ‘প্রতিভা কম’ শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘তার দক্ষতা কম’ শীর্ষক গান। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। সুন শেং স্যি গানটির সুর রচনা করেছেন। গানটি তাঁর দ্বিতীয় অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটিতে বলা হয়েছে: all alone all alone, যে কথা তুমি বলেছো, তার কোনো তাত্পর্য নেই। all alone all alone, অশ্রু আসলে মাটিতে পড়ে গেছে; ভেঙ্গে গেছে। I will love you, ভালোবাসা রসিকতার মতো।

চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৬)

 

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/ওয়াং হাইমান)