আগস্ট ৫: মালির অন্তর্বর্তীকালীন সরকার গতকাল (রোববার) ঘোষণা করেছে যে, ইউক্রেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে দেশটি।
মালির ওই ঘোষণায় বলা হয়, সম্প্রতি ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার (এইচইউআর) মুখপাত্র আন্দ্রেই ইউসভ স্বীকার করেছেন যে, সশস্ত্র সন্ত্রাসী সংস্থার হামলায় যোগ দিয়েছে ইউক্রেন, ফলে মালির সেনাবাহিনী দেশের উত্তরপূর্বাঞ্চলের যুদ্ধে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ইউক্রেনের এমন আচরণ মালির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং দেশের ওপর স্পষ্ট আগ্রাসন, তাই কিয়েভের সাথে কূটনৈতিক সম্পর্ক অবিলম্বে ছিন্ন করা হবে।
উল্লেখ্য, ৩০ জুলাই মালির বাহিনী জানিয়েছে যে, ২৬ জুলাই দেশের উত্তরপূর্বাঞ্চলে ‘সন্ত্রাসী শক্তির’ সাথে লড়াইয়ে ব্যাপক হতাহত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মালির উত্তরাঞ্চলে অব্যাহতভাবে সংঘর্ষ ঘটছে, দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলেও সশস্ত্র হামলাও নিয়মিত ঘটনা।
(সুবর্ণা/হাশিম/রুবি)