বাংলাদেশের তরুণ কূটনীতিকরা, গত ৩১ জুলাই, চীনের শাংহাইয়ের তুও ইয়ুন বুকস্টোরের তিসুই হ্রদ শাখা পরিদর্শন করেন। ৫২০০ বর্গমিটার আয়তনের এই বইয়ের দোকান থেকে শুধু বই কেনাই যায় না, আরাম করে বসে বই পড়াও যায়। পাশাপাশি, পাঠকরা এখান থেকে বই ধারও নিতে পারেন। (আকাশ/আলিম)