অগাস্ট ৪: গত ৩১ জুলাই শাংহাই এইচ-রাইজ নতুন জ্বালানি প্রযুক্তি কোম্পানি পরিদর্শন করেছেন বাংলাদেশের তরুণ কূটনীতিকরা। কোম্পানিটি জ্বালানি সেল স্ট্যাকের গবেষণা, উন্নয়ন ও উৎপাদনে গুরুত্ব দেয়।
উল্লেখ্য, বাংলাদেশের তরুণ কূটনীতিক প্রতিনিধিদলের ২৫জন সদস্য ২৮ জুলাই থেকে ৯ অগাস্ট পর্যন্ত শাংহাই ও বেইজিং সফর করছেন।
(আকাশ/তৌহিদ/জিনিয়া)