অগাস্ট ৪: দেশের পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জনা গেছে, ৩ অগাস্ট সকাল ৮টা থেকে আজ ৮টা পর্যন্ত হেই লং চিয়াং, সান সি, সি ছুয়ান ও ইউন নান প্রদেশের ৫টি নদীর পানি নতুন করে বিপদসীমা অতিক্রম করেছে এবং বন্যা দেখা দিয়েছে।
বর্তমানে, পানি সম্পাদ মন্ত্রণালয়ের মোট ৭টি কর্মদল সিছুয়ান, হু নান, লিয়াও নিং, চি লিন ও হেইলংচিয়াং প্রদেশে বন্যা প্রতিরোধ ও উদ্ধার-সংক্রান্ত কাজে দিক-নির্দেশনা ও সহায়তা দিচ্ছে।
(আকাশ/আলিম/জিনিয়া)