গত ৩১ জুলাই তিসুই ক্লাউড প্ল্যানিং এক্সিবিশান সেন্টার পরিদর্শন করেন বাংলাদেশের তরুণ কূটনীতিকরা। কেন্দ্রটি শাংহাইয়ের লিনকাংয়ে অবস্থিত। তিসুই হ্রদের পাশে, ৮ সহস্রাধিক বর্গমিটার আয়তনের এ সেন্টারটি, লিনকাংয়ের উন্নয়ন ও উন্নয়ন-প্রক্রিয়া সম্পর্কে জানার একটি জানালাস্বরূপ। (আকাশ/আলিম)