অগাস্ট ৩: ইউরোপীয় মিডিয়া সম্প্রতি পূর্বাভাস দিয়েছে যে, মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প নির্বাচনে জয়ী হলে তিনি ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডা এগিয়ে নেবেন এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য যুদ্ধ পুনরায় শুরু হতে পারে। এজন্য, ইইউ’র একটি প্রতিক্রিয়া কৌশল প্রস্তুত রাখা উচিত।
ইউরোপীয় কমিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ট্রেড কমিশনার ডমব্রোভস্কিস ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন যে, ইইউ ও যুক্তরাষ্ট্রের মধ্যে "উইন-উইন সহযোগিতা" অত্যন্ত গুরুত্বপূর্ণ, "বিশেষ করে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে"। তবে, তিনি নির্বাচিত হওয়ার পর ইইউ পণ্যের ওপর ট্রাম্পের সম্ভাব্য শুল্ক মোকাবিলায় পাল্টা শুল্ক আরোপ ব্যবহার করার বিষয়টি অস্বীকার করেননি।
(জিনিয়া/তৌহিদ/তুহিনা)