অগাস্ট ৩: মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়নের দৌড়ে প্রতিনিধিদের যথেষ্ট ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটি গতকাল (শুক্রবার) এ খবর জানিয়েছে।
গত বৃহস্পতিবার ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধিদের অনলাইন ভোট শুরু হয়। প্রায় দেড় দিন ভোটের পর, হ্যারিস ২৩৫০টিরও বেশি ভোট পেয়েছেন, যা পার্টির প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন নিশ্চিত করতে পারে।
জানা গেছে, হ্যারিস ৫ তারিখের মধ্যে তার রানিং মেটের নাম ঘোষণা করবেন। তারা ৬ তারিখে ফিলাডেলফিয়ায় প্রথম যৌথ প্রচার সমাবেশ আয়োজন করবেন।
(তুহিনা/তৌহিদ)