অগাস্ট ২: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গতকাল (বৃহস্পতিবার) বলেছেন যে, তাঁর দেশের জনগণই সিদ্ধান্ত নেয় কে ক্ষমতায় যাবে। কাজেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করা উচিত।
একইদিন মাদুরো জাতীয় টেলিভিশনে একটি বিবৃতিতে বলেছেন যে, এখনও কিছু সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা বাকি আছে, তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে যে, তাদের কাছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের সম্পূর্ণ ভোট গণনার রেকর্ড এবং প্রমাণ রয়েছে।
এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন যে, মার্কিন সরকার ‘অকাট্য প্রমাণের’ ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, বিরোধী জোট ‘ডেমোক্রেটিক ইউনিটি অ্যালায়েন্সের’ প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন।
(লিলি/হাশিম/তুহিনা)