জুলাই ২: জার্মানি প্রকাশ্যে সাইবার নিরাপত্তার অজুহাতে চীনকে অভিযুক্ত করেছে। বেইজিং দৃঢ়ভাবে এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত চীন-বিরোধী রাজনৈতিক কারসাজির বিরোধিতা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন।
মুখপাত্র বলেন, কিছু সময়ের জন্য কয়েকজন পশ্চিমা রাজনীতিবিদ এবং কিছু গণমাধ্যম তথাকথিত চীনা সাইবার হুমকিগুলোকে অতিরঞ্জিত করার জন্য বারবার অসম্পূর্ণ, এমনকি ইচ্ছাকৃতভাবে বানোয়াট তথ্য প্রকাশ করেছে। তাদের উদ্দেশ্য স্পষ্টতই সাইবার নিরাপত্তা সমস্যা মোকাবেলা করা নয়।
লিন চিয়ান বলেন, “চীন দৃঢ়ভাবে পূর্বনির্ধারিত স্ক্রিপ্ট এবং পূর্বপরিকল্পিত প্রচার এবং এই ধরনের চীন-বিরোধী রাজনৈতিক অপব্যবহারে বিরোধিতা করে এবং সাইবার নিরাপত্তা ইস্যুগুলোর রাজনীতিকীকরণের দৃঢ় বিরোধিতা করে। জার্মানিতে চীনা দূতাবাস ইতোমধ্যেই এ বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গি দেখিয়েছে। সাইবার নিরাপত্তা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। চীন বরাবরই সাইবার আক্রমণের প্রধান শিকার। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে চীন এবং জার্মানির মধ্যে যোগাযোগের সুষ্ঠু মাধ্যম রয়েছে। উভয়পক্ষেরই উচিত সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোকে সংলাপ এবং সহযোগিতার মাধ্যমে মোকাবিলা করা।
(রুবি/হাশিম/লাবণ্য)