আগস্ট ১: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেছেন, তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার ঘটনার দৃঢ় বিরোধিতা করে চীন এবং এর তীব্র নিন্দা জানায়। এই ঘটনার প্রভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কায় চীন খুব উদ্বিগ্ন। আজ (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিষয়ক জরুরি সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফু ছোং বলেন, এই ঘটনা হল শান্তির জন্য প্রচেষ্টার একটি স্পষ্ট লঙ্ঘন এবং সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্ব ও জাতিসংঘ সনদের মূলনীতির পদদলন। গুরুতর পরিস্থিতির সামনে সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত যুদ্ধবিরতিতে উপনীত হওয়া, নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা, আন্তর্জাতিক মধ্যস্থতার প্রচেষ্টার সঙ্গে সমন্বয় ও সমর্থন করা, আঞ্চলিক পরিস্থিতি প্রশমন করার জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া। কিন্তু পক্ষগুলো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিচ্ছে যা, পরিস্থিতিকে আরো উত্তেজনামুখর করছে।
তিনি পুনর্ব্যক্ত করেন যে, সামরিক উপায় ও শক্তির অপব্যবহার সমস্যা সমাধান করবে না, তা শুধু আরো গুরুতর সঙ্কট তৈরি করবে। চীন বিভিন্ন পক্ষের প্রতি আন্তর্জাতিক সমাজের অপ্রতিরোধ্য ঐকমত্য মেনে চলা, নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন করা, গাজায় সব সামরিক অভিযান বন্ধ করার তাগিদ দেয়।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)