বেইজিংয়ে চীন ও জাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
2024-08-01 18:34:16

আগস্ট ১: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে জাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুলাম্বো হামাকুনি হাইম্বের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে ওয়াং ই চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনার বিষয়ে তাকে অবহিত করেন।

ওয়াং ই বলেন, চীন, জাম্বিয়ার সঙ্গে দেশ পরিচালনার অভিজ্ঞতা নিয়ে বিনিময় করতে চায়। চীন, জাম্বিয়া নিজের অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন পথ অন্বেষণ করতে সমর্থন করে, দেশটির আধুনিকায়ন প্রক্রিয়াকে সহায়তা দেবে।

আগামী সেপ্টেম্বরে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম বেইজিংয়ে অনুষ্ঠিত হবে জানিয়ে ওয়াং ই আশা প্রকাশ করেন, এ উপলক্ষে আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে চীন-আফ্রিকার অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার উদ্যোগ নতুন পর্যায়ে এগিয়ে যেতে পারে।

হাইম্বে বলেন, চলতি বছর হল জাম্বিয়া চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। তিনি আশা করেন, এই সুযোগকে কাজে লাগিয়ে জাম্বিয়া-চীন সার্বিক কৌশলগত সহযোগিতা ও অংশীদারিত্বের সম্পর্কের আরও উন্নয়ন করতে পারে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)