‘যদি সম্ভব হয়’
2024-08-01 10:00:39


 

আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ওয়েই লি আন। তিনি তার সুন্দর কণ্ঠ ও সুন্দর প্রেমের গানের জন্য পরিচিত। তিনি অনেক টিভি সিরিজ ও চলচ্চিত্রের জন্য গান রচনা করেছে, তার চেয়ে তার গানগুলো অনেক জনপ্রিয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন লি ওয়েই আনের একটি সুন্দর গান ‘যদি সম্ভব হয়’।

 

লি ওয়েই আন ১৯৮৭ সালে চীনের তাইওয়ানের তাইচোং শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ও মাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। স্নাতক হওয়ার পর তিনি তাইওয়ানের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। তিনি ও তার বাবা-মা কখনও ভাবেননি যে তিনি গায়ক হবেন। বিশ্ববিদ্যালয় জীবনে ওয়েই লি আন তাইওয়ানের প্রথম ক্যাম্পাস গান প্রতিযোগিতায় অংশ নেন এবং অপ্রত্যাশিতভাবে চ্যাম্পিয়ন হন। এ থেকে তিনি নিজের সংগীত প্রতিভা আবিষ্কার করেন এবং সংগীত নিয়ে কাজ করতে চান। পরে তিনি নিজে গান রচনা শুরু করেন এবং এসব গান ইন্টারনেটে শেয়ার করেন। এভাবে তিন বছর পার হয়। আর তিনিও তাইওয়ানের জনপ্রিয় নেট গায়ক হয়ে ওঠেন।

 

২০০৯ সালে ওয়েই লি আন একটি সংগীত কোম্পানিতে যোগ দেন। পরের বছর তিনি তার প্রথম অ্যালবাম ‘ওয়েই লি আন’ প্রকাশ করেন। অ্যালবামের সব গান তার নিজের রচনা। এসব গানের অনুপ্রেরণা এসেছে তার সাধারণ জীবন থেকে। যেমন তিনি গান ‘বইয়ের আলমারির পলায়ন’ হল শিক্ষাব্যবস্থার প্রতি তার চিন্তাভাবনা। গানে লেখা হয়, ক্লাস করা, পরীক্ষা নেওয়া, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার সত্য লক্ষ্য কি? যদি তা তোমার সত্য স্বপ্ন না হয়, তাহলে এই ব্যবস্থা থেকে পালিয়ে যাও। এই অ্যালবামের জন্য ওয়েই লি আন সবার কাছে পরিচিত হয়ে ওঠেন এবং তাইওয়ান গোল্ডেন সুর অ্যাওয়ার্ডের বার্ষিক শ্রেষ্ঠ নতুন গায়কের পুরস্কার অর্জন করেন। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো এই অ্যালবামে ওয়েই লি আনের জনপ্রিয় গান ‘বইয়ের আলমারির পলায়ন’।

 

বন্ধুরা, এবার আমরা শুনবো ওয়েই লি আনের প্রথম অ্যালবামের একটি গান; গানের নাম- ‘ভালোবাসার জন্য’। গানের অনুপ্রেরণা তার সহপাঠীর গল্প থেকে এসেছে। গানের কথায় লেখা হয়: কেন তার থেকে আলাদা হতে চাই না? কেন ভয় পাওয়ার কাজ করার সাহস আছে? কেন সব ভালো জিনিস তোমাকে দিতে চাই? তোমার সঙ্গে থাকার সময় যা খুব স্বাভাবিক। পরে বুঝতে পারি এটা ভালোবাসার জন্য। সরল কথা, সুন্দর সুরের জন্য গানটি অনেকের একই অনুভূতি তৈরি করে। বন্ধুরা, এখন একসঙ্গে শুনবো ওয়েই লি আনের সুন্দর গান ‘ভালোবাসার জন্য’।

 

২০১৪ সালে ওয়েই লি আন নতুন অ্যালবাম ‘ভয় পায়’ প্রকাশ করেন। এই অ্যালবামে তিনি নতুন সংগীতশৈলী প্রকাশ করেন। তিনি বিভিন্ন শৈলী সংযুক্ত করে সংগীতের নতুন সম্ভাবনা অন্বেষণ করতে চান। অ্যালবামে জনপ্রিয় একটি গান হল ‘নেকড়ে’। তাইওয়ানিজ ভাষায় ‘মানুষের’ উচ্চারণ ম্যান্ডারিনের ‘নেকড়ের’ মত। গানে তিনি বলেন যে, যে কোনো প্রাণী হক না কেন, বাঁচার জন্য কঠোর চেষ্টা করতে হয়। এই গানের জন্য ওয়েই লি আন তাইওয়ান গোল্ডেন সুরের বার্ষিক শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার অর্জন করেন। বন্ধুরা, এখন শুনুন তার জনপ্রিয় গান ‘নেকড়ে’।

 

একজন নিজে গান রচনা এবং গায়ক হিসেবে ওয়েই লি আন নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখার পাশাপাশি পপ, রক, R&B, ইলেকট্রনিকসহ বিভিন্ন শৈলীর গান রচনা করতে পারেন এবং তার গানগুলো বেশ জনপ্রিয়। তবে সবচেয়ে জনপ্রিয় গান হল প্রেমের গান। বন্ধুরা, এখন আমরা শুনবো ওয়েই লি আনের খুব সুন্দর একটি প্রেমের গান, গানের নাম ‘এখনও হবে’।

 

নিজে গান গাওয়ার সঙ্গে সঙ্গে ওয়েই লি আন অনেক টিভি সিরিজ ও চলচ্চিত্রের জন্য গান রচনা করেছেন, এবং এসব গান বেশ জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে ওয়েই লি আন টিভি সিরিজ ‘বাবার’ জন্য রচিত সুন্দর গান ‘মেয়ে’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এএখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।