পিকিং বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্ডিয়া স্টাডিজে আসতে পারাটা আনন্দের : সুবোধ সরকার
2024-07-31 17:04:28

পিকিং বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্ডিয়া স্টাডিজ সফর করতে পারা আনন্দের: সুবোধ সরকার

২৬ জুলাই পিকিং বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্ডিয়া স্টাডিজে বিশ্ববিদ্যালয়ের বাংলা, হিন্দি ও উর্দু ভাষার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক বন্ধুত্বপূর্ণ সম্মিলনে যোগ দিয়েছেন ভারতের বিখ্যাত কবি সুবোধ সরকার। তিনি চীনের গণমৈত্রী সমিতির আমন্ত্রণে ২৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত চীন সফর করেন।

 এ সম্মিলনের শুরুতে সেন্টার ফর ইন্ডিয়া স্টাডিজের শিক্ষক ও শিক্ষার্থী বাংলা ভাষায় ‘পুরানো সে দিনের কথা’ গানটি গেয়ে দূরাগত অতিথিকে স্বাগত জানান।

 একজন বঙালি কবি হিসেবে সুবোধ সরকার, রবীন্দ্রনাথ ঠাকুর যে পিকিং বিশ্ববিদ্যালয়ে পা রেখেছিলেন, সেখানে সফর করতে পেরে আবেগতাড়িত হন। দায়িত্বশীল সহকারী অধ্যাপক চাং মিন ইয়ু তাঁকে ভারতের বৌদ্ধ ধর্মসহ ইন্দোলজি, চীনের উন্নয়ন, চীনে রবীন্দ্রনাথ ও তাঁর কবিতার জনপ্রিয়তা এবং এ সেন্টারের প্রতিষ্ঠা ও উন্নয়ন সম্পর্কে পরিচয় করিয়ে দেন। রবীন্দ্র গবেষণা এবং ইন্দোলজি গবেষণা ও দক্ষিণ এশিয়ার গবেষণায় পিকিং বিশ্ববিদ্যারলয়ের চি সিয়ান লিন, লিউ আন উসহ বেশ কয়েকজন পন্ডিতের বিশেষ অবদান তুলে ধরেন চাং মিন ইয়ু।

এ সময় এখানে আসতে পারাটা আনন্দের বলে অনুভূতি প্রকাশ করেন সুবোধ সরকার । রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদী চেতনা তুলে ধরেন তিনি। বিশ্বকবিকে সম্মান জানাতে এবারের সফরসূচিতে পিকিং বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্ডিয়া স্টাডিজকে বিশেষ গন্তব্যস্থল করেছেন তিনি। 


সম্মিলনের শেষ পর্যায়ে সুবোধ সরকার সেন্টারের শিক্ষক শিক্ষার্থীদেরকে নিজের কয়েকটি বই উপহার দেন এবং সেন্টার তাঁকে কিছু বই উপহার দিয়েছে। তারপর তিনি ভক্তিপূর্ণভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যে ফুলের তোড়া অপর্ণ করে শ্রদ্ধা জানান।