চীনের অভ্যন্তরীণ ব্যাপারে জাপান ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের দৃঢ় প্রতিবাদ জানায় বেইজিং
2024-07-31 11:15:43

জুলাই ৩১: সম্প্রতি জাপান ও যুক্তরাষ্ট্র কূটনৈতিক নিরাপত্তা অধিবেশনের যৌথ বিবৃতিতে চীনের কূটনৈতিক নীতির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এ সম্পর্কে গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, তাইওয়ান, হংকং, সিনচিয়াং আর সিচাং ইস্যুতে ইচ্ছাকৃতভাবে চীনের অভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপ করেছে জাপান ও যুক্তরাষ্ট্র। চীন তার দৃঢ় প্রতিবাদ জানায়।

 

চীনা মুখপাত্র লিন বলেন, চীনের গুরুতর উদ্বেগ উপেক্ষা করে তাইওয়ান, হংকং, সিনচিয়াং ও সিচাং ইস্যুতে জাপান ও যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক মন্তব্য পুরোপুরি ঠাণ্ডা যুদ্ধের চিন্তাধারা, তাদের আচরণ গুরুতরভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিধ্বস্ত করেছে এবং অন্যান্য দেশের নিরাপত্তা স্বার্থের ক্ষতি করেছে।

 

কূটনৈতিক পদ্ধতিতে জাপানের সঙ্গে কঠোর আলোচনা করেছে চীন, চীনের অভ্যন্তরীণ ব্যাপারের হস্তক্ষেপ বন্ধ করা এবং ন্যায়সঙ্গত ও যুক্তিযুক্তভাবে চীনের প্রতি সঠিক ধারণা পোষণ করার দাবি জানায় চীন। এশিয়ার বাইরের দেশের সঙ্গে এতদাঞ্চলে বিচ্ছিন্নতা ও দ্বন্দ্ব সৃষ্টির অপচেষ্টা বন্ধ করা হবে, যাতে বাস্তব কার্যক্রমের মাধ্যমে শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করে এশিয়ার প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সমাজের আস্থা অর্জন করা যায়।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)