জুলাই ৩১: ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী গতকাল (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ গণমাধ্যমে ঘোষণা করেন যে, ‘ভিয়েনা কনভেনশন’ অনুসারে ভেনেজুয়েলা পেরুর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, পেরু ‘ভেনেজুয়েলার জনগণের ইচ্ছা ও সংবিধান উপেক্ষা করে’ এবং অনুপযুক্ত মন্তব্য করার কারণে কারাকাস এই সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার ঘোষণা করেছে যে, তারা আর্জেন্টিনা, চিলি, পেরুসহ ৭টি লাতিন আমেরিকান দেশ থেকে নিজ কূটনীতিকদের প্রত্যাহার করবে। পেরু পররাষ্ট্র মন্ত্রণালয় সেদিনই বিবৃতি প্রকাশ করে ভেনেজুয়েলার কূটনীতিকদের ৭২ ঘণ্টার মধ্যে সে’দেশ ছাড়তে বলেছে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)