জুলাই ৩১: জুলাই মাসে চীনের ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) ৪৯.৪ শতাংশ, যা আগের মাসের চেয়ে ০.১ শতাংশ কমেছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পরিষেবা শিল্প জরিপ কেন্দ্র ও চীনা লজিস্টিক অ্যান্ড পার্চেজিং ফেডারেশন আজ (বুধবার) এ তথ্য প্রকাশ করে।
জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পরিষেবা শিল্প জরিপ কেন্দ্রের জ্যেষ্ঠ পরিসংখ্যানবিদ চাও ছিং হ্য বলেন, জুলাই মাসে উত্পাদনের অফ-সিজন, অপর্যাপ্ত বাজারের চাহিদা ও কিছু এলাকায় উচ্চ তাপমাত্রা, বন্যা ইত্যাদি কারণের প্রভাবে পিএমআই কিছু হ্রাস পেয়েছে।
এ মাসে উত্পাদন-সূচক অব্যাহত বৃদ্ধি পায়, মূল্যসূচক কিছু কমেছে। বড় কোম্পানিগুলোর উত্পাদন ও পরিচালনা স্থিতিশীল রয়েছে, যা উত্পাদন শিল্পের মসৃণ উন্নয়নের জন্য শক্তিশালী সমর্থন প্রদান করেছে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)