জুলাই ৩১: সম্প্রতি ‘চীনের বিরুদ্ধে আন্তঃদেশীয় সংসদ ইউনিয়ন’ তাইওয়ান প্রদেশে অধিবেশন আয়োজন করেছে। গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, সংশ্লিষ্ট দেশের সিনেটরদের তাইওয়ান ইস্যুর মাধ্যমে চীনের অভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপে বন্ধ করার দাবি জানায় বেইজিং।
তিনি আরো বলেন, তথাকথিত ‘ইউনিয়ন’ সবসময় চীনের সঙ্গে জড়িত ইস্যুকে কালো করে দেখায় এবং চীন সম্পর্কে মিথ্যাচার করে, যার কোনো বিশ্বাসযোগ্যতা নাই।
চীনা মুখপাত্র লিন জোর দিয়ে বলেন যে, বিশ্বে একটি মাত্র চীন আছে, তাইওয়ান হলো চীনের অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার, কোনো বিদেশি শক্তি এতে হস্তক্ষেপ করতে পারে না। ‘তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী দেশের’ তাইওয়ান কর্তৃপক্ষের সঙ্গে যে কোনো ধরনের আদান-প্রদানের বিরোধিতা করে চীন।
(সুবর্ণা/তৌহিদ/রুবি)