সুন্দর প্রাচীন গ্রাম আওতিলুও ভ্রমণ
2024-07-30 11:16:29

চীনের চেচিয়াং প্রদেশের লিনহাই শহরের আওতিলুও গ্রাম প্রাচীন মিং ও ছিং রাজবংশ আমলে গড়ে উঠেছিল। এর ইতিহাস প্রায় হাজার বছরের। গ্রামে প্রবেশ করলে সুন্দর নদী ও সবুজ পাহাড় দেখা যায়; নদীর তীর ঘিরে পাথরে নির্মিত প্রাচীন বাড়িঘর চোখে পড়ে।

গ্রামের প্রবেশ এলাকায় একটি আধুনিক কফিশপ আছে। এ কফিশপ প্রাচীন বাড়ির মধ্যেই নতুন করে সাজিয়ে-গুছিয়ে স্থাপন করা হয়েছে। এতে আছে কাঠের আসবাবপত্র, সবুজ গাছ ও সুন্দর ক্যালিগ্রাফি। এতে আধুনিক ও ঐতিহ্যিক বৈশিষ্ট্যের মিশ্রণ লক্ষ্য করা যায়। এখানে বসে কফি বা চা পান করার মজাই আলাদা।

প্রাচীনকালের পাথরসেতুতে দাঁড়িয়ে, গ্রামের আশেপাশে অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় এখানে। বৃষ্টিতে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। তাজা বাতাস গায়ে লাগানো ও নদীর স্রোতের শব্দ শোনা বেশ আনন্দের। এখন গ্রামের অনেক প্রাচীন বাড়িঘর গ্রামীণ রেস্তোরাঁয় পরিণত হয়ে। পর্যটকরা এখানে লিনহাই এলাকার সুস্বাদু জলখাবার ও নদীর তাজা মাছ খাওয়ার সুযোগ গ্রহণ করেন।

তা ছাড়া, গ্রামে একটি বৈশিষ্ট্যময় সাংস্কৃতিক স্যুভেনিরসমৃদ্ধ দোকান আছে। এ দোকান থেকে বিভিন্ন ধরনের স্যুভেনির কেনা যায়। বৃষ্টিতে সুন্দর এই গ্রামে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছে। (সুবর্ণা/আলিম/রুবি)