জুলাই ৩০: গতকাল (সোমবার) পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো ঘোষণা করেছেন যে, ভেনিজুয়েলায় নিযুক্ত কূটনীতিবিদদের প্রত্যাহার করবেন এবং সাময়িকভাবে ভেনিজুয়েলার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে।
এদিন পানামা শহরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মুলিনো বলেন, সম্প্রতি পানামার বিমান কোম্পানির বিরুদ্ধে একতরফাভাবে আকাশসীমা বন্ধ করা এবং ভেনিজুয়েলার জাতীয় নির্বাচনের কারণে পানামা-ভেনিজুয়েলা সম্পর্ক গুরুতর ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, ২৯ জুলাই ভোরে ভেনিজুয়েলার জাতীয় নির্বাচন কমিটি ঘোষণা করে যে, ক্ষমতাসীন পার্টির পদপ্রার্থী, দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পুনরায় নির্বাচিত হয়েছেন। কিউবা, নিকারাগুয়া ও হন্ডুরাস মাদুরোকে অভিনন্দন জানিয়েছে। তবে আর্জেন্টিনা, পানামা ও উরুগুয়েসহ ৯টি দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ ইশতাহারে আহ্বান জানিয়েছেন যে, ভেনিজুয়েলার জনগণের ইচ্ছার প্রতিফলনে জাতীয় নির্বাচনে ভোটদানের ফলাফল পুনরায় পরীক্ষা করা জরুরি।
(সুবর্ণা/তৌহিদ/রুবি)