জুলাই ৩০: আরব লীগের মহাসচিব আহমদ আবুল গাইত গতকাল (সোমবার) এক বিবৃতিতে ইসরায়েল ও হিজবুল্লাহ’র সংঘর্ষের সম্ভাব্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি সতর্ক দিয়ে বলেন, এই সংঘর্ষের হয়তো সম্প্রসারণ হবে, যা মথ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক যুদ্ধে ডেকে আনবে। তিনি আন্তর্জাতিক সমাজের সঙ্গে একযোগে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং সংঘাত বৃদ্ধি এড়ানোর চেষ্টা করবেন।
গত রোববার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে হামলার তদন্তের আহ্বান জানিয়েছে আরব লীগ। গাইত, লেবাননের প্রতি ইসরায়েলের হুমকির নিন্দা করেন এবং বৈরুতকে সম্পূর্ণ সমর্থন করেন।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)