ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় মাদুরোকে সি চিন পিংয়ের অভিনন্দন
2024-07-30 20:10:53

জুলাই ৩০: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ভেনেজুয়ালার প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় নিকোলাস মাদুরোকে অভিনন্দন জানাতে আজ (মঙ্গলবার) ফোন করেন।

সি চিন পিং বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে প্রেসিডেন্ট মাদুরো ভেনেজুয়েলা সরকার ও জনগণ নেতৃত্ব দিয়ে দেশের অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পথে চলেছে, দেশ নির্মাণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চীন ও ভেনেজুয়েলা পরস্পরকে আস্থায় নেওয়া ভালো বন্ধু ও উন্নয়নের ভালো অংশীদার। চীন বরাবরের মতো জাতীয় সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় ভেনেজুয়েলার প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করবে। চীন-ভেনেজুয়েলা সম্পর্ক উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। তিনি আশা করেন, প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে চীন-ভেনেজুয়েলা সার্বক্ষণিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক নতুন পর্যায়ে নিয়ে যাবে, দু’দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)