জুলাই ২৯: সম্প্রতি পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও জাপান, প্রভৃতি দেশের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য সম্পর্কে চীন তাগিদ দেয় যে, এই অঞ্চলের বাইরের দেশগুলোর এই অঞ্চলের দেশগুলো আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার চেষ্টা সম্মান করা উচিত, আঞ্চলিক পরিস্থিতিতে উস্কানি দেয়া উচিত নয়। আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র লিন চিয়েন এ কথা বলেন।
মুখপাত্র বলেন, চীন সবসময় মনে করে দেশগুলোর মধ্যে সহযোগিতা ও আঞ্চলিক উদ্যোগগুলো আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতার জন্য সহায়ক হওয়া উচিত। যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, অস্ট্রেলিয়ার কোয়াড তথাকথিত ‘উন্মুক্ত ও মুক্ত ইন্দো-প্যাসিফিক’ প্রতিষ্ঠার কথা বলে, তবে কৃত্রিমভাবে উত্তেজনা তৈরি করা, সংঘর্ষ উস্কানি করা এবং অন্যান্য দেশের উন্নয়ন ধারণ করার কাজ করে। যা মানুষের সমর্থন না পেয়ে ব্যর্থতায় পর্যবসিত হয়।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)