জুলাই ২৯: চীনের পানিসম্পদ মন্ত্রণালয় আজ সোমবার জানিয়েছে, প্রথম দিকে বৃষ্টিপাতের প্রভাবের কারণে, আজ সকাল ৯টা ৩৬ মিনিটে ছিংহাই প্রদেশের সিংহাই জেলার হোয়াং হো নদীর উপরের অংশে থাংনাইহাই হাইড্রোলজিক্যাল স্টেশনের প্রবাহের হার প্রতি সেকেন্ডে ২৫১০ ঘনমিটার বেড়েছে, এবং ২০২৪ সালের প্রথম বন্যা দেখা দিয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয় একই দিনে বন্যা পরিস্থিতির প্রতিবেদন জারি করেছে। বর্তমানে থাংনাইহাই হাইড্রোলজিক্যাল স্টেশনের নিচের দিকের লুংইয়াংশিয়া জলাধারের পানির স্তর এবং লিউচিয়াশিয়া জলাধারে বন্যার সীমার পানির স্তরের নিচে ১.১৯৫ বিলিয়ন ঘনমিটার রয়েছে। কার্যকরভাবে বন্যার জল সঞ্চয় করার জন্য লুংইয়াংশিয়া এবং লিউচিয়াশিয়া জলাধারগুলোকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে, এই বন্যা প্রক্রিয়া লানচৌসহ গুরুত্বপূর্ণ শহর বা বাঁধগুলোর উপর বড় প্রভাব ফেলবে না।
পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি বলেন, মন্ত্রণালয় হোয়াং হো নদীর উপরিভাগে বন্যা পরিস্থিতির বিষয়ে গভীর মনোযোগ দেবে এবং নদীটির পানি সংরক্ষণ কমিশন ও স্থানীয়দের নির্দেশনা ও তাগিদ দেবে।
(স্বর্ণা/হাশিম/লিলি)