কুইচৌ লংলি’র সামার রিসোর্ট
2024-07-29 15:12:47

জুলাই ২৯: গ্রীষ্মকালে কুইচৌ প্রদেশের ছিয়াননান পু ই এবং মিয়াও জাতির স্বায়ত্তশাসিত বান্নারের লংলি জেলায় তেমন একটা গরম পড়ে না। এখানকার পাহাড় ও পানিও সুন্দর। তাই, অনেক পর্যটক এদিকে আকৃষ্ট হন। 

সাম্প্রতিক বছরগুলোয় পৌর সরকার প্রাকৃতিক পরিবেশের সুবিধা কাজে লাগিয়ে গ্রীষ্মকালীন পর্যটন শিল্প অনেক উন্নত করেছে। (ছাই/আলিম/প্রেমা)