‘প্রশ্ন করব না’
2024-07-29 10:47:33

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী মাও পু ই’র কন্ঠে ‘প্রশ্ন করব না’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে মাও পু ই’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো ও তাঁর গান শোনাবো। তাঁর আসল নাম ওয়াং ওয়েই চিয়া। তিনি ১৯৯৪ সালের ১ অক্টোবর হ্যেলংচিয়াং প্রদেশের ছিছিহার শহরের থাইলাই জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হাংচৌ নর্মাল বিশ্ববিদ্যালয়ের নার্স বিভাগ থেকে স্নাতক হন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘কষ্ট করো না’ শীর্ষক গান। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। গানটি একটি চলচ্চিত্রের থিম সং। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন মাও পু ই’র কন্ঠে ‘কষ্ট করো না’ শীর্ষক গান। ২০১৭ সালে তিনি টেনসেন্ট কোম্পানির উদ্যোগে আয়োজিত সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। একই বছরের ১১ নভেম্বর তিনি নিজের রচিত প্রথম সংগীত ‘পাওয়াং ও ইউচি’ প্রকাশ করেন। ২৮ ডিসেম্বর তিনি পুনরায় টেনসেন্ট আয়োজিত আরেকটি প্রতিযোগিতায় বার্ষিক সেরা কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর রচিত ‘পাওয়াং ও ইউচি’ শীর্ষক গান শোনাবো। পাওয়াং হলেন চীনের প্রাচীনকালের একজন বিখ্যাত রাজা। ইউচি হলেন তাঁর রাণী। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন মাও পু ই’র কন্ঠে ‘পাওয়াং ও ইউচি’ শীর্ষক গান। ২০১৮ সালের জুলাই মাসে তিনি চীনের প্রথম ‘গোল্ডেন শার্ক অ্যাওয়ার্ড’-এর শ্রেষ্ঠ দশ জন নতুন কন্ঠশিল্পীর নামতালিকায় অন্তর্ভুক্ত হন। একই বছরের এপ্রিল মাসে তিনি চিয়াংসু প্রদেশের টিভির সংগীত অনুষ্ঠানে অংশ নেন। ৩১ মে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। একই বছর তিনি এশিয়া নতুন সংগীত বার্ষিক অনুষ্ঠানের শ্রেষ্ঠ সংগীতজ্ঞের পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘শিখরে’ শীর্ষক গান। গানটি ২০১৯ সালের অগাষ্ট মাসে রিলিজ হয়। গানটি একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন ‘শিখরে’ শীর্ষক গান। ২০১৯ সালের ২৫ মার্চ তাঁর রচিত সংগীত ২৬তম ড্রাগন টিভির সংগীত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দশটি সংগীতের তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং তিনি শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার লাভ করেন। অগাষ্ট মাসে তাঁর নাম ২০১৯  সালের ফোর্বসের প্রকাশিত শ্রেষ্ঠ শত চীনা মানুষের তালিকায় অন্তর্ভুক্ত হয়। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আমার নিজেকে সুপারস্টার মনে হচ্ছে’ শীর্ষক গান। মাও পু ই গানটির সুর রচনা করেন এবং কথা লেখেন। ২০১৭ সালে গানটি রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, শুনছিলেন মাও পু ই’র কন্ঠে ‘আমার নিজেকে সুপারস্টার মনে হচ্ছে’ শীর্ষক গান। ২০২০ সালের জানুয়ারি মাসে তিনি হুনান প্রদেশের টিভি চ্যানেল আয়োজিত সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। গত ২২ জানুয়ারি তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘হংমেইহুয়া খাই’ শীর্ষক গান। হংমেইহুয়া মানে ক্র্যানবেরি ফুল। ‘খাই’ মানে ফুটেছে। গানটি একটি রুশ লোকসংগীত। চীনের অনেক কন্ঠশিল্পী গানটি গেয়েছেন। গানটি চীনে খুবই জনপ্রিয়। আশা করি, আপনারা মাও পু ই’র কন্ঠে গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/ওয়াং হাইমান)