চীন-ইতালি শিল্পপতি কমিটির সপ্তম সভার উদ্বোধন
2024-07-29 13:51:23

জুলাই ২৯: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ও ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি, গতকাল (রোববার) বিকেলে বেইজিংয়ের গণমহাভবনে, চীন-ইতালি শিল্পপতি কমিটির সপ্তম সভার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দু’দেশের শিল্পপতিরা এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে লি ছিয়াং বলেন, প্রতিষ্ঠার পর বিগত দশ বছরে, এ কমিটি দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক বেগবান করার ক্ষেত্রে ইতিবাচক ভুমিকা রেখেছে। বর্তমান বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে, দু’দেশের উচিত শান্তিপূর্ণ সহযোগিতা, উন্মুক্তকরণ, পারস্পরিক শিক্ষা ও কল্যাণের ভিত্তিতে, পরস্পরকে সমর্থন করা ও হাতে হাত রেখে অভিন্ন সমৃদ্ধির জন্য কাজ করে যাওয়া।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার হচ্ছে; নতুন নতুন প্রযুক্তির আবির্ভাব ঘটছে। ফলে, শিল্পে এর প্রভাব পড়ছে এবং বিশ্বের শিল্পচেইন খাতে আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বাড়ছে। চীন ও ইতালির উচিত, নতুন সহযোগিতার সুযোগ অনুসন্ধান করা এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা গভীরতর করা।

এসময় মেলোনি বলেন, বর্তমান জটিল ও পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে, ইতালি ও চীনের উচিত সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করা এবং আর্থ-বাণিজ্যিক সহযোগিতা আরও বাড়ানো। দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা থেকে আরও বেশি সাফল্য অর্জিত হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে নতুন চালিকাশক্তি যোগ হবে বলে আশা করা যায়। (প্রেমা/আলিম/ছাই)