লেবাননের হিজবুল্লাহ ‘সমস্ত রেডলাইন অতিক্রম করেছে’: ইসরায়েল
2024-07-28 16:09:24

জুলাই ২৮: ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, লেবাননের হিজবুল্লাহ গতকাল (শনিবার) ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির শহর মেজিদার শামসে রকেট হামলা চালিয়েছে, যাতে ১২ শিশু নিহত হয়েছে। এই আচরণ ‘সমস্ত রেড লাইন অতিক্রম করেছে’।

তবে, এর আগে লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে যে, এই হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

(তুহিনা/হাশিম/লিলি)