জুলাই ২৮: প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট হান চেং স্থানীয় সময় গতকাল (শনিবার) বিকেলে প্যারিসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
হান চেং প্রথমে বাখকে প্রেসিডেন্ট সি’র সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা পৌঁছে দিয়ে বলেন, প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানটি উজ্জ্বল এবং একটি সম্পূর্ণ সাফল্য ছিল, চীন এতে উষ্ণ অভিনন্দন জানায়। অলিম্পিক আন্দোলনের লক্ষ্য বিশ্ব শান্তি রক্ষা করা এবং মানবজাতির ঐক্য ও অগ্রগতি প্রচার করা। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে অলিম্পিক চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়া আরও গুরুত্বপূর্ণ।
এবারের অলিম্পিক গেমসের বিশেষ তাৎপর্য রয়েছে উল্লেখ করে হান চেং বলেন, চীন সবসময় আন্তর্জাতিক অলিম্পিক আন্দোলনের উন্নয়নকে সমর্থন করে আসছে এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে দীর্ঘমেয়াদী সুসম্পর্ক বজায় রেখেছে। চীন আগামী বছর এশিয়ান শীতকালীন গেমসের আয়োজন করবে এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে উচ্চ-স্তরের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও গভীর ও প্রসারিত করতে ইচ্ছুক।
বাখ, হান চেংকে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কাছে তার আন্তরিক শুভেচ্ছা জানাতে বলেন এবং প্রেসিডেন্ট সি’র বিশেষ প্রতিনিধি হিসেবে প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হান চেংকে আন্তরিকভাবে স্বাগত জানান। বাখ বলেন, মহামারীর বিশেষ পটভূমিতে চীন সফলভাবে বেইজিং ২০২২ সালের শীতকালীন অলিম্পিকের আয়োজন করেছে, যা সারা বিশ্বের দেশগুলোকে সফলভাবে অলিম্পিক আয়োজনের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত প্রদান করেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট সফলভাবে আয়োজন করতে এবং অলিম্পিক চেতনা ছড়িয়ে দিতে চীনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে ইচ্ছুক।
(লিলি/হাশিম/তুহিনা)