সিএমজি ও মিডিয়াপ্রো’র সমঝোতাস্মারক সই
2024-07-28 16:08:03

জুলাই ২৮: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও স্প্যানিশ মিডিয়াপ্রো গ্রুপ পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে গতকাল (শনিবার) বার্সেলোনায় সমঝোতাস্মারক স্বাক্ষর করেছে। দু’পক্ষ গণমাধ্যম সম্পদ ভাগাভাগি, অডিও-ভিজ্যুয়াল অনুষ্ঠান তৈরি, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহার ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতায় মতৈক্যে পৌঁছেছে। সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিওং ও মিডিয়াপ্রো গ্রুপের চেয়ারম্যান ট্যাটস্কো বেনেট নিজ নিজ পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

শেন হাই সিওং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের শীর্ষনেতাদের নির্দেশনায় চীন ও স্পেন সহযোগিতার সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে, দু’দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক আদান-প্রদান জোরদার করেছে, দু’দেশের কল্যাণমূলক সহযোগিতা আরও গভীর ও শক্তিশালী করেছে। তিনি বলেন সাংস্কৃতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ সেতু হিসেবে গণমাধ্যম দু’দেশের জনগণের বোঝাপড়া বাড়ানোয় অপরিহার্য ভূমিকা পালন করছে। প্যারিস অলিম্পিক গেমসে সবচেয়ে বেশি অনুষ্ঠান সম্প্রচার করা গণমাধ্যম হিসেবে সিএমজি নিজের প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে আন্তর্জাতিক দর্শকদের জন্য অলিম্পিক গেমসের শীর্ষস্থানীয় অডিও-ভিজ্যুয়াল পরিষেবা দেবে। ক্রীড়া ইভেন্ট সম্প্রচার, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গবেষণা ইত্যাদি ক্ষেত্রে সমৃদ্ধ অভিজ্ঞতা ও অর্জন রয়েছে সিএমজির। তিনি আশা করেন দু’পক্ষ সহযোগিতার মাধ্যমে ক্রীড়া ইভেন্ট, চলচ্চিত্র, টিভি নাটক, প্রযুক্তিগত উদ্ভাবন ইত্যাদি খাতের আদান-প্রদান বাড়াবে, দু’দেশের গণমাধ্যম শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করবে এবং চীন ও পাশ্চাত্য সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষার বন্ধুত্বপূর্ণ সেতু তৈরি করবে।

বেনেট বলেন, সিএমজি অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান, ট্র্যাক ও ফিল্ড  আন্তর্জাতিক পাবলিক সিগন্যাল উত্পাদনসহ বেশ কয়েকটি সম্প্রচার কাজ করেছে, যা শক্তিশালী মিডিয়া শক্তি প্রদর্শন করেছে। প্রতিষ্ঠার ৩০ বছর ধরে মিডিয়াপ্রো গ্রুপ ক্রীড়া মেধাস্বত্ব, অডিও-ভিজ্যুয়াল পরিষেবা ইত্যাদি খাতে পরিপক্ক কৌশলগত কাঠামো গড়ে তুলেছে, সিএমজির সঙ্গে তাদের সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। তিনি আশা করেন, সিএমজি’র সহযোগিতা মাধ্যমে দু’দেশের গণমাধ্যম যোগাযোগের ভিত্তি সুসংহত করবে, স্পেন ও চীনা জনগণের সাংস্কৃতিক যোগাযোগ ও বন্ধুত্ব বাড়ানোয় অবদান রাখবে।

সমঝোতাস্মারক অনুসারে দু’পক্ষ বিশ্বব্যাপী সহযোগিতা করবে, গণমাধ্যম সরঞ্জাম ও প্রযুক্তিগত সম্পদ ভাগাভাগি করবে, পেশাদার কর্মীর বিনিময় আয়োজন করবে, যৌথভাবে সংবাদ, টিভি নাটক, তথ্যচিত্র ইত্যাদি অনুষ্ঠান তৈরি করবে, নিজ নিজ সুবিধা কাজে লাগিয়ে যৌথভাবে বাজার প্রসারিত করবে।

(তুহিনা/হাশিম/লিলি)