বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এমন সহিংসতা: শেখ হাসিনা
2024-07-27 15:17:53

জুলাই ২৭, সিএমজি বাংলা ডেস্ক: অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এমন সহিংসতা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি দেশটিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতা প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

শনিবার সকালে সহিংসতায় আহতদের দেখতে ন্যাশনাল ইন্সটিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থপেডিক রিহ্যাবিলিটেশন-নিটোর (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘এর বিচার দেশবাসীর কাছে চাই। আন্দোলনের নামে এতোগুলো পরিবারের ক্ষতি হলো এর দায়িত্ব কার?’

এ সময় সরকার আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করবে বলেও জানান শেখ হাসিনা। এর আগে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। তিনি আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

শুভ/ফয়সল