জুলাই ২৭: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটি ২৫ জুলাই বন্যা প্রতিরোধ ও ত্রাণ কাজ গবেষণা এবং মোকাবেলার জন্য একটি সভার আয়োজন করে। সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং সভায় সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।
ভাষণে তিনি বলেন, চলতি বছর চীনের আবহাওয়া ব্যাপক পরিবর্তনশীল। ঝড়-বৃষ্টি বেশি এবং এর প্রভাবও প্রলম্বিত। কিছু কিছু জায়গায় বারবার ভারি বৃষ্টিপাত হয়েছে এবং বন্যা নিয়ন্ত্রণ পরিস্থিতি ভয়াবহ ও জটিল।
কমরেড সি চিন পিংয়ের নেতৃত্বে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির শক্তিশালী নেতৃত্বে সমস্ত স্তরে পার্টি কমিটি এবং সরকারগুলো সর্বাত্মক প্রচেষ্টার সাথে সাড়া দেয় এবং মোকাবেলা করে।
সভায় জোর দিয়ে বলা হয়, ইয়াংসি নদীসহ বিভিন্ন প্রবাহ এলাকায় বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকা ও বিভাগের বন্যা প্রতিরোধের ওপর গুরত্ব দেওয়া উচিত্ বলে সভায় প্রেসিডেন্ট সি উল্লেখ করেন।
সভায় বলা হয়, বরাবরই জনগণের জীবনের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করা, পর্যবেক্ষণের উপায় পূর্ণাঙ্গ করে তোলা, সতর্কতার নির্ভুলতা বাড়ানো, বন্যার আগে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত মানুষকে স্থানান্তর করা এবং জনগণের হতাহত হওয়া কমানোর সর্বাত্মক চেষ্টা করা উচিত্।
সভায় আরো বলা হয়, জল সংরক্ষণ, বিদ্যুৎ, পরিবহন এবং যোগাযোগসহ ক্ষতিগ্রস্থ অবকাঠামো মেরামত করতে হবে এবং ক্ষতিগ্রস্থ মানুষকে সংগঠিত করে তাদের উৎপাদন কাজ পুনরায় শুরু করতে এবং তাদের বাড়িঘর পুনর্নির্মাণ করতে হবে। কৃষি বিপর্যয় প্রতিরোধ এবং হ্রাস, কৃষি ক্ষতি কমাতে এবং জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কঠিন দায়িত্ব পালন করতে হবে।
(লিলি/হাশিম)