প্যারিসে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস শুরু
2024-07-27 15:43:15

জুলাই ২৭: ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস গতকাল (শুক্রবার) ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে।

গেমসে ৪০৫ সদস্যের চীনা ক্রীড়া প্রতিনিধিদল অংশ নিচ্ছে। তারা ৩০টি প্রধান ইভেন্ট ও ২৩৬টি ছোট ইভেন্টে প্রতিযোগিতা করবেন, যা বিদেশি প্রতিনিধিদলের মধ্যে ছোট ইভেন্টে অংশগ্রহণের বিচারে সবচেয়ে বেশি। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা ক্রীড়া প্রতিনিধিদলের পতাকা বহন করেন পিংপং খেলোয়াড় মা লোং ও সিনক্রোনাইজড সাঁতারু ফেং ইয়ু।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবারের অলিম্পিক গেমের উদ্বোধন ঘোষণা করেন।

এবারের অলিম্পিক গেমসে ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১০ হাজার ৫০০ জন ক্রীড়াবিদ ৩২টি বড় ইভেন্ট ও ৩২৯টি ছোট ইভেন্টে অংশগ্রহণ করবে। এবারই প্রথমবারের মতো অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের মধ্যে পুরুষ ও মহিলার অনুপাত ১:১ এ পৌঁছেছে।

(তুহিনা/হাশিম/লিলি)