কেন মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের নেতারা এ সময় চীন সফর করেন?
2024-07-26 21:40:29

জুলাই ২৬: চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের শেষ হবার মাত্র কয়েক দিন পর ফেডএক্স, অ্যাপল, বোইং-সহ একাধিক মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতিনিধিদল চীন সফর করেন। কিছু বিশ্লেষণে বলা হয়, এতে দেখা যায়, চীনের আরও সার্বিকভাবে সংস্কার গভীরতর করার নীতি ও ব্যবস্থা তারা জানতে চান এবং এর মাধ্যমে উভয় জয়ের সুযোগ অর্জন করতে আগ্রহী।

 

আসলে, তারা সঠিক সময়ে চীন সফর করছেন। সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের নতুন পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং সংস্কার ও উন্মুক্তকরণ খাতে চীন দৃঢ় ইচ্ছাশক্তি দেখিয়েছে। মার্কিন শিল্পনেতাদের চীন সফরের লক্ষ্য হচ্ছে, প্রথম সময় চীন আরও সার্বিক সংস্কারের নীতি এবং চীনের উচ্চ গুণগত মানের উন্নয়নের পরিস্থিতি জানা। তাঁরা জানান, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে আরও গভীরভাবে সংস্কারের গুরুত্বপূর্ণ সংকেত দেওয়া হয়েছে। এজন্য তাঁরা স্বাগত জানান। তাঁরা প্রত্যাশা করেন, অধিবেশনটি চীনের নতুন দফা অর্থনৈতিক সংস্কার ও উন্মুক্তকরণ শুরু করবে। যাতে আরও বেশি টেকসই বিদেশি পুঁজি বিনিয়োগ আকর্ষণ করা যায়। 


এ সময় তাদের চীন সফর করার আরেকটি কারণ হল, সবচেয়ে নতুন উপাত্তে দেখা গেছে, চীনের অর্থনীতির সুষ্ঠু প্রবণতা বজায় রয়েছে। চলতি বছরের প্রথমার্ধে চীনের জিডিপি ৬১.৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে; যা গত বছরের একই সময়ের চেয়ে ৫ শতাংশ বেশি। চীন একটি বড় অর্থনৈতিক সত্তা হিসেবে এ উন্নয়নের গতি সহজ নয়। আন্তর্জাতিক অর্থ তহবিল সম্প্রতি চীনের চলতি বছরের অর্থনৈতিক উন্নতের গতির পূর্বাভাস বাড়িয়েছে। তারা মনে করে, চীনসহ এশিয়ার নতুন উদীয়মান অর্থনীতি বিশ্ব অর্থনীতি উন্নয়নের প্রধান চালিকাশক্তির ভূমিকা পালন করছে। সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে জোর দিয়ে নির্দিষ্ট করা হয়েছে যে, সারা বছরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন দৃঢ়ভাবে নিশ্চিত করতে হবে। এভাবে মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের নেতারা চীনে এসে সহযোগিতা সম্প্রসারণ করার জন্য আরও বেশি আস্থাবান হয়েছেন।  


চীনে অনেক বড় আকারের বাজার রয়েছে। যা চীনের একটি বড় সুবিধা। চীনের সংস্কার অব্যাহত উন্নয়নের সঙ্গে সঙ্গে, দেশের বিশাল আকারের বাজারের গুণগত মানও অব্যাহত উন্নত হবে।  


এ ধরনের সুযোগ কেউ হারাতে চায় না। স্টারবাক্স-এর উদাহরণ দেওয়া যায়।। গত ৩১ মার্চ পর্যন্ত স্টারবাক্স চীনে ১১৮টি নতুন দোকান খুলেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৪ শতাংশ বেশি। চীনের বিশাল বড় আকারের বাজারের সুবিধা অব্যাহতভাবে উন্নত হচ্ছে। চীনের সংস্কারের নতুন সুযোগকে বিদেশি শিল্পপ্রতিষ্ঠান আরও ভাগাভাগি করতে পারবে।


মার্কিন শিল্পনেতাদের সফর থেকে বিশ্ববাসী আরও একটি বিষয় লক্ষ্য করতে পারে যে, চীন সবসময় ‘বিচ্ছিন্নতার’ বিরোধিতা করে। বরং, অভিন্ন উন্নয়ন হচ্ছে চীনের ধারণা ও আহ্বান। যা আর্থিক নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ; যা মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের কল্যাণের সঙ্গেও জড়িত। মার্কিন কিছু রাজনীতিক চীনের বিরুদ্ধে প্রযুক্তির খাতে সীমাবদ্ধতা আরোপসহ একাধিক নেতিবাচক ব্যবস্থা নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তবে, এবারের মার্কিন শিল্প-নেতাদের চীন সফর দলে, অ্যাপেলসহ প্রযুক্তগত কোম্পানির প্রধানগণ রয়েছে। এতে বোঝা যায়, মার্কিন বাব্যসায়ীরা প্রযুক্তি খাতে চীনের সঙ্গে ইতিবাচক সহযোগিতা চালাতে চায়। 


চীনের বড় বাজার হচ্ছে বিশ্বের বড় সুযোগ। চীনের উন্নয়ন বিশ্বকে আরও বেশি নিশ্চয়তা ও স্থিতিশীলতা দিয়েছে। ভবিষ্যতে, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে উত্থাপিত তিন শতাধিক গুরুত্বপূর্ণ সংস্কার ব্যবস্থা বাস্তবায়নের পাশাপাশি, চীনের বাজারের প্রাণশক্তি অব্যাহতভাবে উন্নত হবে। যা চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নে চালিকাশক্তি যোগাবে, পাশাপাশি তা মার্কিন শিল্পপ্রতিষ্ঠানসহ নানা দেশের শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে আরও বেশি সুযোগসুবিধা দেবে। এবারে চীনা কর্মকর্তা মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের নেতাদের সাথে বৈঠকে তারা জানান, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বিনিময় জোরদার হবে।বিশ্বের আধুনিকায়ন বাস্তবায়নের পথে হাতে হাত রেখে একযোগে এগিয়ে নিতে চায় চীন। 

(আকাশ/তৌহিদ)