ছোট ফলের আন্তর্জাতিক বাজার
2024-07-26 15:31:21

গ্রীষ্মকাল ফলের মৌসুম।  চীনারা ইচ্ছামত ডুরিয়ান, আম, লিচু এবং বেবেরি খেতে পারেন, যা আন্তঃসীমান্ত ফলের ব্যবসার বিকাশ থেকে অবিচ্ছেদ্য।

আজ আমরা এমন একজন ব্যক্তির সাথে পরিচিত হব, যিনি আন্তঃসীমান্ত ফলের ব্যবসায় ব্যস্ত। তাঁর নাম মা সিয়ান চিয়া। তিনি কুয়াং সি অঞ্চলের একজন ফল ব্যবসায়ী। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত, তিনি চীনের বাজারে ২০ হাজার টনেরও বেশি দক্ষিণ-পূর্ব এশিয়ার ফল নিয়ে এসেছেন।

বিগত জুনের মাঝামাঝি সময়টা হল ফল বিক্রির সর্বোচ্চ মৌসুম। ফল ব্যবসায়ী মা সিয়ান চিয়া খুব সকালে বাজারে আসেন। তিনি কর্মীদের ডুরিয়ান বহন করতে এবং গ্রাহকদের সাথে যোগাযোগের জন্য নির্দেশনা দেন।

মা সিয়ান চিয়া প্রতিদিন মিটিং, ফোন কল এবং উইচ্যাটের মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ করতে ব্যস্ত। সে সময় বিভিন্ন ভাষায় কথা বলেন তিনি। ফল সংগ্রহের মৌসুমে, গ্রীষ্মমণ্ডলীয় ফলে ভরপুর

ট্রাকগুলো প্রতি সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে চীনে আসে। সে সব ট্রাক মূলত কুয়াং সি বা ইউননান বন্দর দিয়ে প্রবেশ করে।

দশ বছরেরও বেশি সময় ধরে, মা সিয়ান চিয়া’র মতো ফল ব্যবসায়ীরা থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে ডুরিয়ান, আম এবং অন্যান্য ফল সংগ্রহ করে পাহাড় ও সমুদ্র অতিক্রম করে চীনে আনেন, যা জনগণের রসনাকে তৃপ্ত করেছে।

বিশ বছর আগে, মা সিয়ান চিয়া তার বাবার সাথে ব্যবসা শিখতে শুরু করেছিলেন। বছরের পর বছর ফল আমদানি-রপ্তানি ব্যবসার ব্যস্ততার মধ্যেও তিনি অনুভব করেছেন যুগের উন্নয়ন ও পরিবর্তন।

ফল কারো জন্য অপেক্ষা করে না। যত তাড়াতাড়ি সম্ভব ফল পাঠাতে হবে, এ হলো মূল চাবিকাঠি। দশ বছরেরও বেশি আগে, কোল্ড চেইন লজিস্টিক বিকশিত হয়নি, এবং দূর-দূরান্তের পরিবহন এবং সংরক্ষণ কঠিন ছিল। প্রথমদিকে থাইল্যান্ড থেকে ফলগুলো চীনে আনতে মা সিয়ান চিয়ার মাস খানেক সময় লাগতো।

সাম্প্রতিক বছরগুলোতে, ইয়ো ই কুয়ান কাস্টমস ধারাবাহিকভাবে আমদানি করা ফলের জন্য ‘সবুজ চ্যানেল’সহ নানা সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ করেছে। আমদানি করা ফলের ‘তাত্ক্ষণিক পরিদর্শন এবং ছাড়’ বাস্তবায়িত হয়। ২০২০ সালে ইয়ো ই কুয়ান বন্দরে প্রতি ঘণ্টায় ৭৫টি যাববাহন ছাড় করা হয়। বর্তমানে এ সংখ্যা বেড়ে প্রতি ঘণ্টায় ১১০টিতে দাঁড়িয়েছে।

চীন-ভিয়েতনাম সীমান্তে অবস্থিত ইয়ো ই কুয়ান বন্দরটি চীন থেকে আসিয়ান দেশগুলোতে যাওয়ার সবচেয়ে সুবিধাজনক স্থলপথের একটি। এটিও ব্যবসায়ীদের ফল আমদানি ও রপ্তানি করার জন্য যাতায়াতের পথে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে, মা সিয়ান চিয়া’র মতো ব্যবসায়ীরা ফল আমদানি ও রপ্তানি বাণিজ্যে উন্নয়ন এবং সমৃদ্ধি অনুভব করেছেন।

মা সিয়ান চিয়া বলেন, “এক অঞ্চল এক পথ উদ্যোগে’র (বিআরআই) আওতায় কাস্টমস আমাদেরকে থাইল্যান্ডে দেশীয় ফল বিক্রি করতে এবং চীনে থাই ফল বিক্রি করার জন্য আরও উন্নত এবং সুবিধাজনক ব্যবস্থা প্রদান করেছে। একটি তাত্পর্যপূর্ণ কাজ করছি বলে খুব ভালো বলে বোধ করছি।”

ছোট ফল চীন এবং আসিয়ানের মধ্যে কৃষি বাণিজ্যের বিকাশের একটি মাইক্রোকসম এবং এগুলোও এই যুগের অগ্রগতির সাক্ষ্যও বহন করে। বন্দর এবং কৃষি বাণিজ্য বাজারে, মা সিয়ান চিয়া’র মতো ফল বিক্রেতাদেরও নিজস্ব ‌আকাঙ্খা রয়েছে। তারা আশা করেন,  ইয়ো ই কুয়ানের মতো বন্দরের সমৃদ্ধির সাথে সাথে চীনের উচ্চমানের ফলগুলো একটি বিস্তৃত আন্তর্জাতিক বাজারে পৌঁছতে পারে এবং চীনা গ্রাহকরাও অনেক দূর থেকে আসা আরও সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারে।

((রুবি/হাশিম/লাবণ্য) )