জুলাই ২৩: গত ১৮ জুলাই চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন বেইজিংয়ে শেষ হয়েছে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য হল: আরো সার্বিকভাবে সংস্কার গভীরতর করা এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন জোরদার করা।
এ সম্বন্ধে চীনের সিপিসি’র ইতিহাস ও সাহিত্য গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ছুই ছিং সান বলেন, ১৯৭৮ সালে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার পর থেকে, সিপিসি’র ইতিহাসে তিনটি ‘তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন’ খুব গুরুত্বপূর্ণ। প্রথমটি হল ১৯৭৮ সালে আয়োজিত সিপিসি’র ১১তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন। যা সংস্কার ও উন্মুক্তকরণ এবং সমাজতন্ত্রের আধুনিকায়নের নতুন পর্যায় উন্মোচন করেছে। দ্বিতীয়টি হল, ২০১৩ সালে আয়োজিত সিপিসি’র ১৮তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন। যা নতুন যুগে সার্বিকভাবে সংস্কার গভীরতর করার যাত্রা শুরু করেছে। তৃতীয়টি হল, এইমাত্র শেষ হওয়া সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন। এতে বলা হয়েছে যে, আরো সার্বিকভাবে সংস্কার গভীরতর করতে হবে, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন এগিয়ে নিতে হবে। তা যুগান্তকারী একটি ব্যাপার।
সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে, কঠোর আন্তর্জাতিক পরিবেশ ও অভ্যন্তরীণ সংস্কার ও উন্নয়ন কাজের সামনে, সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটি জনগণের নেতৃত্ব দিয়ে অনেক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
৪০ বছরেরও বেশি সময় ধরে সংস্কার ও উন্মুক্তকরণ ইতিহাসের দিকে তাকালে আমরা স্পষ্ট দেখতে পাই যে, সংস্কার ও উন্মুক্তকরণ হল সময়ের সাথে তাল মিলিয়ে চলার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যা চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র বিকাশের একমাত্র উপায় এবং এটি সমসাময়িক চীনের ভাগ্য নির্ধারণের চাবিকাঠি। এই পদক্ষেপটিও একটি মূল পদক্ষেপ যা চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করে। চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে চীন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য অনেক অগ্রগতি অর্জন করতে পেরেছে; সিপিসি ও দেশের আধুনিকীকরণ অর্জনের জন্য সংস্কার ও উন্মুক্তকরণের উপর নির্ভর করছে, চীনকে একটি শক্তিশালী আধুনিক সমাজতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলা সংস্কার ও উন্মুক্তকরণের অবিচ্ছেদ্য অংশ।
চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ ক্রমাগত সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে এবং এটি সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়ায় বিস্তৃত সম্ভাবনাও উন্মুক্ত করবে। বর্তমান ও ভবিষ্যত সময় একটি শক্তিশালী দেশ নির্মাণ এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণের মাধ্যমে জাতীয় পুনরুজ্জীবনের মহান কাজ ব্যাপকভাবে প্রচার করার গুরুত্বপূর্ণ সময়ে, নতুন দফা বৈজ্ঞানিক ও শিল্প সংস্কারের প্রেক্ষাপটে সংস্কার আরো গুরুত্বপূর্ণ স্থানে রাখতে হবে।
চীনের সিপিসি’র ইতিহাস ও সাহিত্য গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ছুই ছিং সান বলেন, চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক ব্যবস্থা উন্নত করা, জাতীয় শাসনব্যবস্থা এবং শাসন ক্ষমতার আধুনিকীকরণের জন্য এটি অনিবার্য প্রয়োজন। দেশের প্রধান দ্বন্দ্বগুলো পরিবর্তনের সাথে আরও ভালভাবে খাপ খাইয়ে নেওয়ার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। সমাজ-কেন্দ্রিক এবং আধুনিকীকরণের জন্য এটি একটি অনিবার্য প্রয়োজনীয়তা, যা সব মানুষকে আরও বেশি ন্যায়সঙ্গত কল্যাণ দিতে পারে, স্থিতিশীলতা প্রচারের জন্য তা একটি অনিবার্য প্রয়োজন, যা সিপিসি এবং দেশের কাজের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং মানবজাতির জন্য একটি অভিন্ন কল্যাণের সমাজ গঠনে কাজ করে। বিগত শতাব্দীর পরিবর্তনের ধারাবাহিকতায় এটি একটি অনিবার্য প্রয়োজনীয়তা, যা নতুন যুগে সিপিসি গঠনের নতুন মহান প্রকল্পকে আরও অগ্রসর করতে পারে। সংক্ষেপে বলা যায়, আরও ব্যাপকভাবে গভীরতর করা সংস্কারের তাৎপর্য হল একটি বাক্য– চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণের জন্য শক্তিশালী চালিকাশক্তি এবং প্রাতিষ্ঠানিক গ্যারান্টি প্রদান করা।
(শুয়েই/তৌহিদ/আকাশ)