গ্রীষ্মকালীন ছুটি ও বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ব্যস্ততা প্রসঙ্গ
2024-07-22 11:34:51

প্রতি বছরের জুলাই মাসের শুরু থেকে অগাস্ট মাসের শেষ দিক পর্যন্ত, চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি থাকে। বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। তবে, বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার সময় ভিন্ন হওয়ার কারণে, ছুটি শুরু ও শেষের তারিখে খানিকটা হেরফের হয় বা হতে পারে। তবে, শিক্ষার্থীদের জন্য গ্রীষ্মকালীন ছুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, অনেকে জুন মাস থেকেই গ্রীষ্মকালীন ছুটির পরিকল্পনা তৈরি করতে শুরু করেন। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করব।

চীনের ফুচৌ বিশ্ববিদ্যালয়ের চিছেং একাডেমির ছাত্রী ছেন থিং থিং তার বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রীষ্মকালীন ছুটিতে নানচিং ও সুচৌ শহর ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এ দুটি শহর সম্পর্কে বইয়ে পড়েছেন ও ছবি দেখেছেন। দুটি শহরের ইতিহাস ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় তাঁর কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে। তাই, তিনি নিজের চোখে শহরগুলো দেখতে চান।

তো, ছেন থিং থিং বন্ধুদের সাথে নিয়ে, সেমিস্টারের শেষ পরীক্ষা সম্পন্ন হবার পর, ভ্রমণযাত্রা শুরু করার সিদ্ধান্ত নেন। সংশ্লিষ্ট শহরের দর্শনীয় স্থান, হোটেল ও জনপ্রিয় রেস্তোরাঁসহ অনেক তথ্য সংগ্রহ করেছেন তাঁরা। বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর  বিস্তারিত সময়সূচিও তৈরি করেছেন তাঁরা।

গ্রীষ্মকালীন ছুটিতে নতুন কিছু শেখা, বই পড়া, শরীরচর্চা বা ভ্রমণ করা, পরিবারের সদস্যদের সাথে সুন্দর সময় কাটানোসহ বিভিন্ন কাজের বিস্তারিত পরিকল্পনা তৈরি করে থাকে চীনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্প্রতি চায়না ইয়ুথ পত্রিকা একটি জরিপ চালায় ৩৪৩০ জন শিক্ষার্থীর ওপর। জরিপের ফলাফল অনুসারে, প্রায় ২ মাসের গ্রীষ্মকালীন ছুটির জন্য জরিপে অংশগ্রহণকারীদের ৯৩.১ শতাংশ শিক্ষার্থী বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করেছেন। তাদের মধ্যে ৫২.৫ শতাংশ ছাত্রছাত্রী সামাজিক ইন্টার্নশিপ কাজে অংশ নেবেন, ৪১.৪ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেবেন, এবং ৩৭.৫ শতাংশ শিক্ষার্থী পরিবারের সদস্যদের সাথে ছুটি কাটাবেন।

শিক্ষার্থী ইয়ু মিং ইয়াং বিশ্ববিদ্যালয়ে তার প্রথম গ্রীষ্মকালীন ছুটি কাটাবেন। তিনি ইংরেজিতে দুর্বল। তাই, ছুটিতে আরও বেশি সময় নিয়ে তিনি ইংরেজি শিখতে চান। ইয়ু বলেন, “আমার আশেপাশে অনেকে মাস্টার্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পরিবারের আরামদায়ক পরিবেশে না-থেকে, ক্যাম্পাসে থাকলে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করা যায়।”

সিছুয়ান বিশ্ববিদ্যালয়ের চিনচিয়াং একাডেমির ছাত্রী লুও শুয়ে লিং গ্রীষ্মকালীন ছুটিতে সিনচিয়াংয়ে টানা ৮ দিন ভ্রমণ করতে চান। আগে বেইজিং, ছাংশাসহ বিভিন্ন বড় শহরেও ঘুরে বেড়িয়েছেন তিনি।

উহান বিশ্ববিদ্যালয়ের রেডিও ও টেলিভিশন বিভাগের শিক্ষার্থী চিয়া সিন ইয়াং নতুন সেমিস্টারে চতুর্থ বর্ষে পড়বেন। এটি তার অনার্স কোর্সের গুরুত্বপূর্ণ সেমিস্টারপূর্ব ছুটি। উহান বিশ্ববিদ্যালয় ও চায়না কমিউনিকেশন বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন তিনি। মাস্টার্স পরীক্ষার জন্যও প্রস্তুতি নিতে শুরু করেছেন।

ছাত্রী ছেন থিং থিং বিস্তারিত পরিকল্পনা করে গ্রীষ্মকালীন ছুটিতে ভ্রমণ করতে বেশ পছন্দ করেন। তিনি মনে করেন, সাপ্তাহিক ছুটির দুই দিনে খুব বেশি ঘোরাঘুরি করা যায় না। গ্রীষ্মকালীন ছুটিতে যথেষ্ঠ সময় পাওয়া যায়। তখন একটি নতুন শহরে গিয়ে ধীরেসুস্থে ঘোরাঘুরি করা যায়। তিনি তার ভ্রমণের ব্যস্ত সময়সূচি তৈরি করেননি। তিনি শুধু সুচৌ শহরের প্রাচীন উদ্যানে গিয়ে ঐতিহ্যিক হান কাপড়চোপড় পরে ছবি তুলবেন, রাতে ছোট রাস্তায় হাঁটাহাটি করবেন, ও স্থানীয় রাস্তার খাবার খাবেন।

এবারের গ্রীষ্মকালীন ছুটি, বেইজিং বিমান ও মহাশূন্য বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক তথ্য প্রকৌশল একাডেমির শিক্ষার্থী চাং স্যু হাও, আরামে কাটাতে পারবেন না। কারণ, অগাস্ট মাসে হাংচৌ শহরে ক্লাসের শিক্ষার্থীদের সাথে তার ইন্টার্নশিপ শুরু হবে। তিনি সুন্দরভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করতে চান, যেটি সহজ কাজ নয়। এ জন্য অনেক প্রস্তুতি নিতে হবে। ছেলে চাং স্যু হাও মনে করেন, প্রতি গ্রীষ্মকালীন ছুটিতে নতুন সেমিস্টারের পড়াশোনার জন্য আগাম প্রস্তুতি নেওয়া উচিত, যাতে নতুন সেমিস্টারের পড়াশোনার চাপ কমে। বিস্তারিত ও স্পষ্ট পড়াশোনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলে, গ্রীষ্মকালীন ছুটি আরও কার্যকরভাবে কাটানো সম্ভব।

জরিপ থেকে জানা গেছে, শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটির পরিকল্পনা ভিন্ন ভিন্ন। ৪৫.২ শতাংশ ছেলে-মেয়ে ছুটির দিনে নতুন ধরনের জীবন কাটাতে পছন্দ করেন। মেয়ে ছেন থিং থিং এবার গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণ নিয়ে নতুন পরিকল্পনা করেছেন। তিনি ভ্রমণের সময় ভিডিও শুটিং করবেন। বিভিন্ন দর্শনীয় স্থানের তথ্য সংগ্রহ করার পাশাপাশি, তিনি সেসব স্থানের ভিডিও-চিত্র ধারণ করবেন। এ জন্য কিছু কৌশলও শিখতে শুরু করেন তিনি। এ সম্পর্কে তিনি বলেন, “এবার ভ্রমণের সময় আমি আরও পেশাদার শুটিং ও এডিটিংয়ের মাধ্যমে সুন্দর ভিডিও-চিত্র বানাতে চাই। এর মাধ্যমে আমার ভ্রমণের সুখকর অনুভূতি নেটিজেনদের সাথে শেয়ার করা যাবে।”

বেইজিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষা একাডেমির ছাত্রী ফেং সিউয়ান মনে করেন, বিশ্ববিদ্যালয়ের ছুটিতে যত বেশি আরামদায়ক সময় কাটানো যায় তত ভালো। তৃতীয় বর্ষের ছাত্রী ফেং ইতোমধ্যে বিদেশি ভাষার যোগ্যতাপত্র আর জাপানি ভাষার শিক্ষক হিসেবে যোগ্যতাপত্র পেয়েছেন। ছুটির দিনগুলোতে তিনি ইন্টারনেট কোম্পানিতে ইন্টার্নশিপ করবেন। তিনি মনে করেন, লম্বা ছুটির সময় বাইরের বিশ্ব দেখা অনেক গুরুত্বপূর্ণ। এতে দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। গত বছরের গ্রীষ্মকালীন ছুটির কথা স্মরণ করে তিনি বলেন, “তখন জন্মস্থানে ফিরে যাওয়ার আগে, বেইতাইহ্য যাই। সৈকত এলাকায় ভ্রমণের সময় সুন্দর মুক্তার মালা ও ব্রেসলেট কিনতে গিয়ে দেখি, দাম অনেক বেশি। তখন প্রথমবারের মতো সাহসের সাথে দামাদামি করেছি ও পরিবারের সদস্যদের জন্য উপহার কিনেছি। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা।” বেইতাইহ্য ভ্রমণের মজার অভিজ্ঞতা ফেং সিউয়ানের মনে দাগ কেটেছে। তিনি বললেন, “একবার আমি বন্ধুর সাথে একটি  বিদ্যুতচালিত মোটর গাড়ি ভাড়া করি। একসাথে স্থানীয় সুস্বাদু খাবার খেয়েছি, সৈকত এলাকায় সুর্যাস্তের ছবি তুলেছি, সংগীত উপভোগ করেছি। পরে, হোটেলে ফিরে যাওয়ার পথে, হাল্কা বৃষ্টি পড়ে। সেই সময় বৃষ্টিতে মোটর গাড়ি চালানো বেশ রোম্যন্টিক স্মৃতি।” চলতি বছরের গ্রীষ্মকালীন ছুটিতে ফেং সিউয়ান জাপান ভ্রমণে যাবেন। কারণ, মাত্রই তিনি জাপানি ভাষার শিক্ষক হিসেবে যোগ্যতাপত্র পেয়েছেন। জাপানের রীতিনীতি ও ভাষা তিনি কাছ থেকে অনুভব করতে চান।

ছাত্রী লুও শুয়ে লিং তার সিনচিয়াং ভ্রমণের জন্য অনেক তথ্য সংগ্রহ করেছেন। প্রতিবছর গ্রীষ্মকালীন ছুটি পর্যটনের মৌসুম। তাই বিভিন্ন দর্শনীয় স্থানের খরচ তুলনামূলক বেশি। সিনচিয়াং ভ্রমণের জন্য তিনি প্রায় ১০ দিনের মতো অস্থায়ী শিক্ষকের কাজ করেছেন। লুও’র জন্য ভ্রমণ বেশ ভালো বিশ্রামের পদ্ধতি। ভিন্ন স্থানে গিয়ে তার মন শান্ত হয়। ভ্রমণ শেষে সুন্দর ও সুস্থ মন নিয়ে তিনি ফেরেন। তখন কাজে মন দেওয়া সহজতর হয়।

একসাথে পড়াশোনা করা চীনা শিক্ষার্থীদের অভ্যাসে পরিণত হয়েছে। ফুচিয়ান নোর্মল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াং ছি টানা দুই মাসের ছুটিতে পড়াশোনার পরিকল্পনা করেছেন। ছুটিতে ক্যাম্পাসে থাকবেন এবং সরকারি কর্মচারী পরীক্ষায় অংশ নেবেন। ইয়াং ছি খেয়াল করেন যে, ক্যাম্পাসের অনেক শিক্ষার্থীর মাস্টার্স পরীক্ষা বা সরকারি কর্মচারী পরীক্ষায় অংশ নেওয়ার পরিকল্পনা আছে। কারণ, ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ ভালো। হোস্টেল, লাইব্রেরি ও ক্যান্টিন কাছাকাছি হওয়ায় মন দিয়ে পড়াশোনা করা যায়।

জরিপ থেকে জানা গেছে, প্রায় ৬৭.৬ শতাংশ ছাত্রছাত্রী মনে করেন, তাদের গ্রীষ্মকালীন ছুটির পরিকল্পনা সময়মতো সম্পন্ন হয়েছে। তবে অনেকে মনে করেন, আত্মনিয়ন্ত্রণ দক্ষতা দুর্বল, বাইরে পরিবেশের প্রভাব আর জীবনধারা বিশৃঙ্খল,পড়াশোনার কার্যকারিতার অভাবসহ বিভিন্ন কারণে সংশ্লিষ্ট পরিকল্পনার বাস্তবায়নে নেতিবাচক প্রভাব ফেলবে।

ছাত্র ইয়াং ছি অন্য একজন বন্ধুর সাথে সরকারি কর্মচারী পরীক্ষার জন্য পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা নিয়মিতভাবে পরীক্ষার প্রস্তুতির টিপস বিনিময় করেন এবং পরস্পরকে উত্সাহ দেন। একসাথে পড়াশোনা করে আত্মনিয়ন্ত্রণের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন। প্রতি সপ্তাহে তাঁরা পড়াশোনার জটিল বিষয় নিয়ে আলোচনা করেন এবং সাপ্তাহিক পরীক্ষায় পড়াশোনার ফলাফল চেক করেন।

৬৫ শতাংশ শিক্ষার্থী নিজের সহপাঠী ও বন্ধুদের তত্ত্বাবধান বা পরামর্শ পেতে চান। তাঁরা মনে করেন, এভাবে পড়াশোনার কার্যকারিতা নিশ্চিত করা যায়।

ছাত্রী লুও শুয়ে লিং মনে করেন, ভ্রমণের যাত্রায় সহচর প্রয়োজন। কারণ, ভ্রমণের সময় ঘনিষ্ঠ বন্ধুর সাথে সুখ বা দুঃখ ভাগাভাগি করা যায়। একা ভ্রমণ করলে সুন্দর দৃশ্য বা সুস্বাদু খাবার ভালো করে উপভোগ করা যায় না। তবে, এখন তার বন্ধুও ব্যস্ত। ভ্রমণের জন্য সময় সমন্বয় করা সহজ ব্যাপার নয়। মাঝে মাঝে তিনি সোশ্যাল মিডিয়ায় ভ্রমণের সহচর খুঁজতে চেষ্টা করেন। এমন অভিজ্ঞতা স্মরণ করে তিনি বললেন, “ভ্রমণের সহচর খুঁজে পাওয়া এক মজার অভিজ্ঞতা। ছাংশা শহরে ভ্রমণের সময় একজন বড় বোন খুঁজে পাই, যিনি আমার সাথে জীবনযাপনের অভিজ্ঞতা ও অন্যদের সাথে সহাবস্থানের পরামর্শ দিয়েছেন। চাকরিসংশ্লিষ্ট কিছু টিপসও পেয়েছি তার কাছ থেকে। এটি আমার জন্য শ্রেষ্ঠ অভিজ্ঞতা।” সিনচিয়াং ভ্রমণে আরও ৩ জন সহচর খুঁজে পেয়েছেন তিনি। এবারের ভ্রমণ থেকে নতুন কিছু প্রত্যাশা করছেন তিনি।

মনোবিজ্ঞানীদের দৃষ্টিতে, ২১ দিনে নতুন অভ্যাস গঠন করা সম্ভব। তাই, ইন্টার্নশিপ, পেশাদার প্রতিযোগিতা বা নতুন কর্মদক্ষতা যাই হোক না কেন, অব্যাহতভাবে চেষ্টা করে গেলে নতুন ফলাফল পাওয়া যায়। নতুন সেমিস্টারে প্রত্যেকের জন্য নতুন জীবন শুরু হবে। আশা করি, সবাই নিজ নিজ প্রিয় পদ্ধতিতে সুন্দরভাবে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে পারবেন।

 (সুবর্ণা/আলিম/রুবি)