চীনের ইয়াং জি নদীর দক্ষিণাঞ্চলে তাইচৌ মহাপ্রাচীরের ভ্রমণ
2024-07-22 16:11:26

চীনের ইয়াং জি নদীর দক্ষিণাঞ্চলের চে চিয়াং প্রদেশে তাই চৌ শহরে রয়েছে একটি প্রাচীন সিটি ওয়াল, যা সবার কাছে ইয়াং জি নদীর দক্ষিণাঞ্চলের পা তা লিং মহাপ্রাচীর নামে পরিচিত। এর ইতিহাস ১৬০০ বছরেরও বেশি। এটি সামরিক প্রতিরক্ষা এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য নির্মিত একটি শহরপ্রাচীর। ২০১২ সালের নভেম্বরে, তাই চৌ সিটি ওয়াল নিয়ে গঠিত "চায়না মিং অ্যান্ড কিং সিটি ওয়াল" চীনের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য প্রস্তুতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এবার বৃষ্টিতে এ মহাপ্রাচীর আরোহণ করেছে সুবর্ণা ও রুবি,বেশ সুন্দর লাগে!

রুবি আমাকে বলল, এ মহাপ্রাচীর তার উচ্চবিদ্যালয়ের কাছে  অবস্থিত। তাই, ছোটবেলায় সে অনেক বার এ উঁচু সিড়ি বেয়ে ওঠানামা করেছে। 


সিঁড়ি বেয়ে  কুচিং ভবনে আরোহণ করা যায়। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং চেচিয়াং প্রদেশের সিপিসি’র সম্পাদক হিসেবে কাজ করার সময় এখানে এসেছিলেন। এ মহাপ্রাচীর ভালো করে সংরক্ষণ করার ব্যাপারে  তাঁর বরাবরই আগ্রহ ছিল।  

মহাপ্রাচীরের পথ বেয়ে এগিয়ে গেলে, একটি বীকন টাওয়ার দেখা যায়। আসলে, মহাপ্রাচীরে অনেক বীকন টাওয়ার আছে। শত্রুদের আগ্রাসন প্রতিরোধ এবং দূরের সৈন্যদের সতর্কতা করার জন্য এগুলো নির্মাণ করা হয়েছিল। 

এ মহাপ্রাচীরের কাছে একটি মন্দিরও দেখা যায়। এটির হাজার বছরের ইতিহাস রয়েছে। বৃষ্টির দিনে এ মন্দিরে প্রবেশ করলে মন শান্ত হয়। 

 মন্দির থেকে বের হয়ে একটি হরিণ-উদ্যান দেখলাম। এখানে অনেক হরিণ বসবাস করে। এখানকার পরিবেশ শান্ত ও সুন্দর।

একসময়, মনে আনন্দ নিয়ে, মহাপ্রাচীরের উঁচু স্থান থেকে নিচে নেমে যাই। লিনহাই শহরের মহাপ্রাচীর ভ্রমণ আমাদের মনে গভীর ছাপ ফেলেছে বলা যায়।(সুবর্ণা/আলিম/রুবি)