জুলাই ২২: গতকাল (রোববার) চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে গৃহীত ‘সিপিসির কেন্দ্রীয় কমিটির আরো সার্বিকভাবে সংস্কার গভীরতর করা, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন জোরদার করার প্রস্তাবের’ পুরো বিষয়টা প্রকাশিত হয়। এর মধ্যে উন্মুক্তকরণ নিয়ে বিশেষ বিন্যাস করা হয়, দৃঢ়ভাবে উন্মুক্তকরণের মৌলিক নীতিতে অবিচল থাকা, উন্মুক্তকরণের মাধ্যমে সংস্কার বেগবান করা এবং আরো উচ্চ মানের উন্মুক্ত ধরনের নতুন অর্থনৈতিক ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, তা চীনের উন্মুক্তকরণ সম্প্রসারণের সুনির্দিষ্ট ইঙ্গিত দিয়েছে। চীনের সংস্কার ও উন্মুক্তকরণ বিশ্বের জন্য আরো নতুন সুযোগ সৃষ্টি করবে।
উন্মুক্তকরণ হল চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের বৈশিষ্ট্য। ২২টি অবাধ বাণিজ্যিক পাইলট এলাকা স্থাপন, হাইনান অবাধ বাণিজ্য বন্দর নির্মাণ, ‘আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারি সম্পর্ক চুক্তি’ স্বাক্ষর, বার বার বৈদেশিক পুঁজি চীনা বাজারে প্রবেশের নেতিবাচক তালিকা কমানো, টেলিযোগাযোগ, চিকিত্সাসহ বিভিন্ন সেবামূলক শিল্পে বৈদেশিক পুঁজির যোগদান, উচ্চ মানের ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ নির্মাণ করা, চীন আন্তর্জাতিক আমদানি মেলা, পরিষেবা মেলা ও ভোগ মেলাসহ আন্তর্জাতিক মঞ্চ স্থাপন করা.. ইত্যাদি কর্মসূচির মাধ্যমে গত দশ বছরে চীনের উন্মুক্তকরণ আরো জোরদার হয়েছে। চীন টানা ৭ বছর ধরে বিশ্বে পণ্য বাণিজ্যের বৃহত্তম দেশ হয়ে উঠেছে। বৈদেশিক পুঁজি বিনিয়োগে চীন টানা ১১ বছর ধরে বিশ্বের শীর্ষ তিনটি স্থানে রয়েছে। চীন বিশ্বের ১৫৫টি দেশ ও অঞ্চলে পুঁজি বিনিয়োগ করেছে।
বর্তমানে, বিশ্বে একতরফাবাদ এবং সংরক্ষণবাদ দেখা যাচ্ছে, অর্থনীতির বিশ্বায়ন বাধার মুখোমুখি হচ্ছে। মানবজাতির সম্মুখীন অভিন্ন সমস্যা এবং নতুন দফার বৈজ্ঞানিক বিপ্লব ও শিল্প সংস্কারের মুখে, চীন দৃঢ়ভাবে উচ্চ মানের উন্মুক্তকরণ জোরদার করছে, যা বিশ্বের সঙ্গে চীনের সুযোগ শেয়ার করার দৃঢ় সংকল্পের প্রতিফলন।
বিশ্বকে চীন সুপার বিশাল বাজার দিয়েছে। তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে বলা হয়, বড় আকারের বাজারের সুবিধায়, আন্তর্জাতিক সহযোগিতায় উন্মুক্তকরণের সামর্থ্য বাড়ানো উচিত। তার মানে, চীন উন্মুক্তকরণের দরজা আরো খুলছে। চীনা বাজার বিশ্বের বড় বাজারে পরিণত হচ্ছে।
আরো গুরুত্বপূর্ণ বিষয় হল, চীনের অভ্যন্তরীণ বাণিজ্য নীতি আন্তর্জাতিক মানের সঙ্গে সংযুক্ত হচ্ছে, যাতে আরো উচ্চ মানের উন্মুক্ত ধরনের অর্থনৈতিক নতুন ব্যবস্থা স্থাপনের চাহিদা মেটানো যায়। তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে গৃহীত প্রস্তাবে বলা হয় যে, স্থিতিশীলভাবে ব্যবস্থাগত উন্মুক্তকরণ সম্প্রসারণ করতে হবে, বৈদেশিক পুঁজি বিনিয়োগ এবং পরিচালনা ব্যবস্থার সংস্কারকে গভীরতর করতে হবে। বিশ্লেষকরা মনে করেন যে, তার মানে চীনে ব্যবস্থাগত বাণিজ্যের ব্যয় আরো কমে যাবে, আন্তর্জাতিক বাণিজ্য এবং পুঁজি বিনিয়োগ আরো অবাধ ও সুবিধাজনক হবে। চীন আরো সক্রিয়ভাবে আন্তর্জাতিক অর্থনীতিতে যোগ দেবে।
উন্মুক্তকরণ প্রসারিত করতে, কেবল ‘আমন্ত্রণ জানানো’ নয় বরং চীনের ‘বাইরে যাওয়া’ উচিত। আজ, নতুন জ্বালানির যানবাহন, লিথিয়াম ব্যাটারি এবং ফটোভোলটাইক পণ্য প্রতিনিধিত্ব করা চীনের "তিনটি নতুন পণ্য" বিদেশের বাজারে জনপ্রিয়তা পাচ্ছে, যা বিশ্বের উচ্চ-মানের সরবরাহ বৃদ্ধি করে এবং স্থানীয় অর্থনীতির রূপান্তর ও উন্নয়ন প্রচার করে। চীনের ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ বিশ্বে ব্যাপক পরিবর্তন এনেছে। ১০ বছরেরও বেশি সময় ধরে, এই উদ্যোগটি বিশ্বের তিন-চতুর্থাংশেরও বেশি দেশ এবং ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থাকে আকৃষ্ট করেছে, যা প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ উদ্দীপিত করেছে। ‘প্রস্তাবে’ ‘এক অঞ্চল, এক পথ’-এর উচ্চ-মানের যৌথ নির্মাণের প্রচারের প্রক্রিয়া উন্নত করার এবং প্রধান ল্যান্ডমার্ক প্রকল্প এবং ‘ছোট কিন্তু সুন্দর’ জনগণের জীবিকা প্রকল্পের প্রচার খাত সমন্বয়ের জন্য প্রস্তাব করা হয়। এটি নিঃসন্দেহে বিশ্ব উন্নয়নে নতুন গতি আনবে এবং সব দেশের জনগণকে আরও সুবিধা দেবে।
(শুয়েই/তৌহিদ)