প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।
(গান ১)
বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী ওয়াং সু লংয়ের কন্ঠে ‘আমিও বিশ্বাস করি’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে ওয়াং সু লংয়ের পরিচয় দেবো। তিনি ১৯৮৯ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি শেনইয়াং মিউজিক একাডেমি'র সুর রচনা বিভাগ থেকে স্নাতক হন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীত-প্রযোজক। ২০১০ সালের মে মাসে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। নভেম্বর মাসে তিনি প্রথম ইপি প্রকাশ করেন। ২০১২ সালের অগাষ্ট মাসে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। প্রথমে শোনাবো ওয়াং সু লং ও সিনচিয়াংয়ের নারী কন্ঠশিল্পী দিলরাবা'র দ্বৈত কন্ঠে গান 'শুধুমাত্র'। গানটি গত ২৩শে জানুয়ারি রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।
(গান ২)
বন্ধুরা, শুনছিলেন ওয়াং সু লং ও দিলরাবা'র দ্বৈত কন্ঠে গান 'শুধুমাত্র'। ২০১৪ সালের জুন মাসে ওয়াং সু লং তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৫ সালের জুলাই মাসে তিনি চলচ্চিত্রের থিম সং গাওয়া শুরু করেন। অক্টোবর মাসে তিনি নিজের চতুর্থ অ্যালবাম প্রকাশ করেন। তিনি নিজে অ্যালবামে অন্তর্ভুক্ত অধিকাংশ গানের সুর রচনা করেন এবং কথা লেখেন। অ্যালবামটি ১১টি সংগীত প্রতিযোগিতায় ১৭টি পুরস্কার লাভ করে। এখন শোনাবো তাঁর কন্ঠে 'নিরবচ্ছিন্ন ভালোবাসা' শীর্ষক গান। গানটি ২০১১ সালে রিলিজ হয়। ওয়াং সু লং গানটির সুর রচনা করেন ও কথা লেখেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৩)
বন্ধুরা, শুনছিলেন ওয়াং সু লংয়ের কন্ঠে 'নিরবচ্ছিন্ন ভালোবাসা' শীর্ষক গান। ২০১৬ সালের অগাষ্ট মাসে তিনি খুবই জনপ্রিয় চলচ্চিত্রের থিম সং রচনা করেন এবং তাতে কন্ঠ দেন। সেপ্টেম্বরে তিনি বেইজিংয়ে নিজের কনসার্ট আয়োজন করেন। ২০১৭ সালের এপ্রিল মাসে তিনি নিজের পঞ্চম অ্যালবাম প্রকাশ করেন। নভেম্বর মাস থেকে তিনি টিভি শো-র স্থায়ী অতিথি হিসেবে কাজ শুরু করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে '' শীর্ষক গান। গানটি ২০২২ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৪)
বন্ধুরা, শুনছিলেন ওয়াং সু লংয়ের কন্ঠে '' শীর্ষক গান। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তিনি চলচ্চিত্রের জন্য থিম সং রচনা করেন। সেপ্টেম্বর মাসে তিনি ষষ্ঠ অ্যালবাম প্রকাশ করেন। ২০১৯ সালের ১৭ অক্টোবর তিনি ফোর্বসের ‘চীনের ৩০ বছরের কম বয়সী বিশিষ্ট ব্যক্তি’ তালিকায় অন্তর্ভুক্ত হন। ওয়াং সু লং লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহরের একটি শিল্পী-পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে সংগীতে তাঁর আগ্রহ ছিল। এখন শোনাবো তাঁর কন্ঠে 'ছোট তারকা' শীর্ষক গান। গানটি ২০১০ সালে রিলিজ হয়। চলুন, আমরা গানটি শুনবো।
(গান ৫)
বন্ধুরা, শুনছিলেন ওয়াং সু লংয়ের কন্ঠে 'ছোট তারকা' শীর্ষক গান। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁর প্রকাশিত সংগীত ওয়েবসাইটে জনপ্রিয় হয়ে ওঠে। তাঁর সংগীত বিভিন্ন সংগীত তালিকায় প্রথম স্থান পায়। এর জন্য সংগীত কোম্পানি তাঁর সঙ্গে চুক্তিও স্বাক্ষর করে। এখন শোনাবো তাঁর কন্ঠে 'একটি সুন্দর হাসি' শীর্ষক গান। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। ওয়াং সু লং গানটির সুর রচনা করেছেন। গানটি হলো একই নামের একটি টিভি সিরিজের থিম সং। গানটি ২০১৭ সালে গ্লোবাল সংগীত বার্ষিক শ্রেষ্ঠ ২০টি গানের তালিকার শীর্ষস্থান লাভ করে। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।
(গান ৬)
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/ওয়াং হাইমান)