‘বিজনেস টাইম’পর্ব- ২২
2024-07-19 17:16:46

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

Ø  প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর থেকে কি পেল বাংলাদেশ

Ø মানব রোবট শিল্পের পালে হাওয়া লেগেছে, চাঙ্গা হচ্ছে চীনের অর্থনীতি

Ø  থাকছে আরও টুকরো খবর

Ø  প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর থেকে কি পেল বাংলাদেশ

সাক্ষাৎকার:

গেল সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও প্রতিনিধিদল চীন সফর করেছিলেন। এই সফরে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। দুদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ফজলুল হালিম রানা এ সম্পর্কে চায়না আর্ন্তজাতিক বেতারকে তার মতামত দিয়েছেন।

Ø মানব রোবট শিল্পের পালে হাওয়া লেগেছে, চাঙ্গা হচ্ছে চীনের অর্থনীতি

শেনচেনের একটি গাড়ি তৈরি কারখানায় প্রোডাকশন লাইনে হেটে বেরিয়ে গাড়ি স্ক্যান, সিটবেল্ট পরীক্ষা, গাড়িতে লেবেন লাগানোর কাজ মত কাজগুলো একচেটিয়া হয়ে যাচ্ছে। এটা কোন মানুষ করছে না, করছে মানব সাদৃশ্য রোবটগুলো।

না এটা কোন সাইন্স ফিকশন মুভির দৃশ্য না, শেনচেনের একটা রোবটিক ফার্ম ইউবিটেক ও চাইনিজ বৈদ্যুতিক গাড়ি নিমার্তা এনআইও একসঙ্গে মানব রোবট নিয়ে সফল ভাবে কাজ করে এগিয়ে চলেছে এভাবেই ।  

চলতি মাসের শুরুতে ইউবিটেক ঘোষণা করেছিল, তারা এবং এফএডব্লিউ-
ভক্সওয়াগেন মানুষবিহীন গাড়ি তৈরির কারখানা প্রস্তুতে একসঙ্গে কাজ করবে। এই উদ্যোগের লক্ষ্য কারখানাগুলোতে এই মানব রোবটকে কাজে লাগিয়ে গাড়ির বোল্ড লাগানো, পার্টস এসেম্বল ও বহন করা।

শেনচেনে সপ্তাহ ব্যাপী হয়ে যাওয়া উদ্ভাবনী সম্মেলন ২০২৪ য়ে ইউবিটেকের ভাইস প্রেসিডেন্ট প্যাং চিয়ানসিন বলেন, গাড়ি, কম্পিউটার, যোগাযোগ, ভোক্তা প্রযুক্তি পণ্য উৎপাদন কারখানাগুলোতে মানব রোবটগুলো ক্রমবর্ধমানভাবে কাজ করে যাচ্ছে। প্যাং বলেন,মানব রোবটের ভবিষ্যত বিকাশের জন্য উচ্চমানের মোটর, সেন্সর এবং অন্যান্য মূল উপাদানগুলির আরও গবেষণা এবং উন্নয়ন প্রয়োজন।

এপ্রিল মাসে প্রথম প্রথম চীনা  মানব বা হিউম্যানয়েড রোবট শিল্প সম্মেলনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, চীনের মানব রোবট শিল্পের বাজার ২০২৪ সালে ২৭৬ কোটি   ইউয়ান এবং ২০২৯ য়ের মধ্যে ৭৫০ কোটি  ইউয়ানে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

দেশটির শিল্প ও তথ্য প্রযুক্তি বিভাগ বলছে, চীন ২০২৫ সালের মধ্যে মানব রোবট  একটি প্রাথমিক উদ্ভাবনের লক্ষ্য নিয়ে কাজ করছে, যা ২০২৭ সালে দেশটিকে একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য শিল্প এবং সরবরাহ চেইন ব্যবস্থা দিতে পারবে পাশাপাশি  এই খাত  প্রকৃত অর্থনীতিতে গভীরভাবে ভূমিকা রাখবে।

।। প্রতিবেদন: শাহানশাহ রাসেল

।। সম্পাদনা:   শান্তা মারিয়া

Ø টুকরো খবর 

v আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)- প্রকাশিত ‘বিশ্ব অর্থনৈতিক বিশ্লেষণ প্রতিবেদন’-য়ে আইএমএফ বলেছে, ২০২৪ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশ হতে পারে।

চলতি বছরের প্রথমার্ধে বিশ্বের অর্থনৈতিক কার্যক্রম ও বিশ্ববাণিজ্য কিছুটা সুসংহত হয়েছে, এশীয় অঞ্চলে রপ্তানি বেড়েছে। এর ফলে আইএমএফ-এর সর্বশেষ পূর্বাভাষ বলছে, ২০২৪ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.২ শতাংশ হতে পারে। আর, ২০২৪ ও ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্য যথাক্রমে ৩.১ ও ৩.৪ শতাংশ বাড়তে পারে।

v চলতি বছরের প্রথমার্ধশেষে চীনের জিডিপি  ৬১.৬৮৩৬ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে বেশি। পণ্য ও সেবার উৎপাদন এবং চাহিদা বৃদ্ধিতে চীনের অর্থনীতি বাড়ছে।

২০২৪ য়ের  প্রথম ৩ মাসে  চীনের জিডিপি প্রবৃদ্ধি ছিল যুক্তরাষ্ট্র, ইউরো অঞ্চল ও জাপানের তুলনায় বেশি। বছরের প্রথমার্ধে চীন বিশ্ব অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। 

v  চলতি বছরের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগ বেড়েছে আগের চেয়ে বেশি। দেশজুড়ে নতুন প্রতিষ্ঠিত বিদেশি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ২৬,৮৭০। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪.২ শতাংশ বেড়েছে।

উৎপাদন শিল্পে প্রকৃত বিদেশি পুঁজি বিনিয়োগের পরিমাণ ১৪,১৮৬ কোটি ইউয়ান।

চীনে জার্মানি ও সিঙ্গাপুরের প্রকৃত বিনিয়োগ যথাক্রমে ১৮.১ শতাংশ ও ১০.৫ শতাংশ বেড়েছে। 

v  সবুজ ও কার্বন নির্গমনের কমাতে  নতুন শক্তির জ্বালানি গাড়ির উৎপাদন আরও বাড়ছে। গ্রাহক বাড়ছে চীন ও চীনের বাইরে। এনইভি গাড়ি  উৎপাদন আগের বছরের চেয়ে ৩৪.৩ শতাংশ বেড়েছে।

 

প্রযোজনা ও  উপস্থাপনা: শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান

সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী